
The Truth Of Bengal: বেশি করে সন্তানের জন্ম দিন, মাথার উপর রয়েছেন প্রধানমন্ত্রী। রাজস্থানের জনসভা থেকে এমনই বক্তব্য বিজেপি মন্ত্রীর। তার এই মন্তব্যে অস্বস্তিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। জনসংখ্যা নিয়ন্ত্রণ যখন দেশের অগ্রাধিকার বিজেপি শাসিত রাজস্থানের মন্ত্রীর এমন মন্তব্যে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।
জনসংখ্যা নিয়ন্ত্রণ যখন দেশের অন্যতম অগ্রাধিকার তখন আজব আর্জি রাজস্থানে বিজেপি সরকারের মন্ত্রীর। রাজস্থানের উদয়পুরের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বাবুলাল খরাড়ির বলেন বেশি করে সন্তানের জন্মদিন তাদের থাকা খাবার কথা চিন্তা করবেন না। মাথার উপর রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ছাদের ব্যবস্থা করে দেবেন। যখন দেশের জন্ম হার নিয়ন্ত্রণ করার জন্য সরকারি ও বেসরকারি প্রচেষ্টায় নাগরিকদের সচেতন করা হচ্ছে তখন বিজেপি সরকারের মন্ত্রীর এমন বক্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। প্রসঙ্গত যিনি এই নিদান দিয়েছেন, সেই বাবুলালের রয়েছে দুই স্ত্রী। তিনি আট সন্তানের জনক। তাঁর চার পুত্র ও চার কন্যা সন্তান রয়েছে। সপরিবারে তিনি থাকেন নিচলা থালা গ্রামের বাড়িতে।
চারবারের বিধায়ক বাবুলাল গত বিধানসভায় সেরা নির্বাচিত হয়েছিলেন। কিছুদিন আগেই তাঁকে মন্ত্রিসভায় আনা হয়েছে। এদিনও মন্ত্রীর আজব বক্তব্যে দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। এমনকী উপস্থিত অন্য জনপ্রতিনিধিদেরও একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসতে দেখা যায়। বাবুলালের সঙ্গে একই মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তিনিও কিছুটা অস্বস্তিতে পড়ে যান।হিন্দুদের তুলনায় বেশি হারে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে মুসলিম সম্প্রদায়ের। হিন্দুত্ববাদীদের প্রচারে বারবার উঠে এসেছে এই প্রসঙ্গ। সেই কারণেই হিন্দুদের উচিত বেশি পরিমাণে সন্তান জন্ম দেওয়া। এমন কথাও হামেশাই বলে থাকেন গেরুয়া শিবিরের নেতারা। এবার রাজস্থানের মন্ত্রী বাবুলাল খরাড়ির গলাতেও শোনা গেল একই সুর। সেই সঙ্গে জুড়ে দিলেন মোদির গ্যারান্টি।
Free Access