রক্ষকই ভক্ষক! কনস্টেবলের ৪ বছরের মেয়েকে ধ*র্ষণের অভিযোগ এসআই-এর বিরুদ্ধে
Girl allegedly raped by sub inspector in Rajasthan

The The Truth of Bengal: পুলিশ কনস্টেবলের চার বছরের নাবালিকা কন্যাকে ধর্ষ*ণ করলেন এক পুলিশ অফিসার। ঘটনাস্থল রাজস্থানের দৌসা জেলা। ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। চাপে পড়ে ওই অভিযুক্ত এসআই-কে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। তবে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে ব্যাপক মারধর করেন এলাকাবাসীরা। গ্রেফতারির পরেও রাহুবাস থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
সূত্রের খবর, গত শুক্রবার বিকেলে ওই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে নিজের ভাড়া বাড়িতে ডেকে আনেন অভিযুক্ত পুলিশ অফিসার। এরপর তাঁকে ধ*র্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ওই নাবালিকা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে মাকে পুরো বিষয়টা জানায়। নির্যাতিতার বাবা জয়পুর পুলিশের একজন কনস্টেবল। তাঁর পরিচিত ছিলেন ওই এসআই। তিনি স্থানীয় থানায় অভিযোগ জানাতে যান।
যদিও প্রথমে রাহুবাস থানা অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ। পরে স্থানীয়রা বিক্ষোভ দেখালে পুলিশ অভিযোগ দায়ের করে। তারপরেই পকসো ধারায় গ্রেফতার করা হয় অভিযুক্ত এসআই-কে। এএসপি রামচন্দ্র সিংহ নেহরা জানিয়েছেন, অভিযুক্তের নাম ভূপেন্দ্র সিং। বর্তমানে অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। ঘটনাটি নিয়ে ক্ষমতাসীন কংগ্রেস সরকার এবং পুলিশের বিরুদ্ধে সরব হন বিজেপি।
Free Access