সব জল্পনার অবসান! বিজেপিতে যোগ দিলেন চম্পাই সোরেন
former jharkhand cm and ex jmm leader champai soren joins bjp

Truth Of Bengal : অবশেষে সব জল্পনার অবসান ঘটল। বিজেপিতেই যোগ দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। শুক্রবার রাঁচিতে ছিল একটি মেগা জনসভা। সেখানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে বিজেপিতে জগদান করলেন তিনি। শুধু তিনি একা নন! তাঁর এই দল বদলে শামিল হয়েছেন তাঁর বহু অনুগামী, এমনটাই দাবি চম্পাই শিবিরের।
#WATCH | Ranchi: Former Jharkhand CM and ex-JMM leader Champai Soren joins BJP in the presence of Union Minister Shivraj Singh Chouhan, Assam CM Himanta Biswa Sarma and Jharkhand BJP President Babulal Marandi. pic.twitter.com/iucd87XJmW
— ANI (@ANI) August 30, 2024
চলতি বছরের শুরুতে, হেমন্ত সোরেনকে আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। হেমন্ত সোরেন জেলবন্দি হওয়ার পর রাজ্যভার উঠেছিল চম্পাইয়ের কাঁধে। চম্পাই পাঁচ মাস ঝাড়খণ্ডে সরকার চালান। ২৮শে জুন হেমন্ত সোরেন জামিন পান। হেমন্তের জেলমুক্তির পর মুখ্যমন্ত্রীর কুরসি হারাতে হয় হেমন্তকে। দলও নাকি তাঁকে কোণঠাসা করেন। চম্পাই ৩রা জুলাই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তখন থেকেই তিনি সরকারের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেন।
১৮ আগস্ট তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দলের তার প্রতি অবহেলার বিষয়টি তুলে ধরেন। তিনি জানিয়েছিলেন, “মুখ্যমন্ত্রী থাকাকালীন আমাকে অপমান করা হয়েছিল। এমনকি বৈঠকের বিষয়েও আমাকে জানানো হয়নি। এত অপমান আর অবজ্ঞার পর বিকল্প পথ খুঁজতে বাধ্য হয়েছি”।