দেশ

দিল্লির কিশানগড়ে একটি ফ্ল্যাটে আগুন, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন

Fire in a flat in Delhi's Kishangarh, 2 fire engines at the spot

Truth Of Bengal, Barsa Sahoo : বুধবার দিল্লির কিশানগড়ের নন্দ লাল ভবনের একটি ২ কক্ষের ফ্ল্যাটে আগুন। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২টি ইঞ্জিন ও ৩টি পিসিআর ভ্যান। সকল সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

দিল্লির কিশানুগড়ের শনি বাজার রোডে অবস্থিত নন্দ লাল ভবনের ২ কক্ষের একটি ফ্ল্যাটে আগুন লেগেছে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ৪ জন আহত হয়েছেন। একজন AIIMS ট্রমা সেন্টারে চিকিৎসাধীন এবং তিনজন সফদরজং হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার ব্রিগেডের দুটি গাড়ি এবং তিনটি পিসিআর ভ্যান উপস্থিত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যায়, এলপিজি সিলিন্ডার লিক হয়ে ঘরে অগুিকান্ডের ঘটনা ঘটেছে। তবে সিলিন্ডারটি পাওয়া গেছে। এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

জানা যায়, বুধবার ভোর ৩টা ২৭ মিনিটে নন্দ লাল ভবনের একটি বাড়িতে আগুন লাগে। এতে একই পরিবারের পাঁচজনের মধ্যে চারজন আহত এবং একজনের মৃত্যু হয়েছে। পিসিআর কল পেয়ে এসএইচও কিষাণগড় তার কর্মীদের সঙ্গে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান। চতুর্থ তলায় দুই কক্ষের একটি ফ্ল্যাটে আগুন লাগে। এরপর ফায়ার ব্রিগেডের দুটি ও তিনটি পিসিআর ভ্যান ঘটনাস্থলে পৌঁছায়। সকল সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ঘরের সব আসবাব পুড়ে ছাই হয়ে গিয়েছে। ১৬ বছরের আকাশ মণ্ডল নামে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এক ব্যক্তির শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, তাকে তড়িঘড়ি স্থানীয় পুলিশের সাথে হাসপাতালে পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, এই ফ্ল্যাটে থাকতেন লক্ষ্মী এস. মণ্ডলের পাঁচ সদস্যের পরিবার ভাড়ায় বসবাস করছিল। প্রাথমিকভাবে এলপিজি সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগেছে বলে সন্দেহ করা হলেও এলপিজি সিলিন্ডারটি নিরাপদে পাওয়া গেছে এবং আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তিনজন সফদরজং হাসপাতালে ভর্তি। যাদের নাম- লক্ষ্মী মন্ডলের ছেলে অনিতা মন্ডল বয়স ৪০ বছর, শ্রী সেম চরনের ছেলে লক্ষ্মী মন্ডল বয়স ৪২ বছর এবং শ্রী লক্ষ্মী মন্ডলের ছেলে দীপক বয়স ২০ বছর। তাদের সবার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

২২ বছর বয়সী সানি মন্ডলের অবস্থা আশঙ্কাজনক। এইমসের ট্রমা সেন্টারে তার চিকিৎসা চলছে। ফরেনসিক দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মী মন্ডল একজন স্থানীয় মালী, তার দুই বড় ছেলে ব্লিঙ্কিটে কাজ করে। ছোট ছেলে সেখানেই পড়াশোনা করত। স্ত্রী অনিতা মন্ডল একজন গৃহিণী। এমএলসি পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles