দেশ

দাবি আদায়ে সংসদ ভবন অভিযান, দিল্লি চলোর ডাক কৃষকদের

Farmers call for Parliament House drive to press for demands, Delhi to move forward

Truth Of Bengal: কৃষকদের গণ-আন্দোলনের ধাক্কায় কেন্দ্রের সরকার ৩ বিতর্কিত আইন বাতিল করেছে। কিন্তু তাঁরা কথা দিয়েও কথা রাখেনি। এখনও ফসলের ন্যূনতম দাম ঘোষণা করা হয়নি। মানা হয়নি একাধিক দাবি। তাই একগুচ্ছ দাবি নিয়ে এবার সংসদ ভবন অভিযানের ডাক দিল কৃষক সংগঠনগুলি। মূলত বিজেপি সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে তাঁদের এই দিল্লি চলোর ডাক বলে দাবি করেছেন সংগঠনের নেতারা।

দুপুর ১টা নাগাদ পঞ্জাবও হরিয়ানার কৃষকরা একযোগে দিল্লি যেতে তৈরি হন সকাল থেকেই। সেজন্য শম্ভু সীমানার মতোই খানাউড়ি সহ অন্যান্য এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে। বহিরাগতদের প্রবেশে বাড়তি নজর রাখা হচ্ছে। গত ১৩ ফেব্রুয়ারি থেকেই দিল্লি লাগোয়া পঞ্জাব এবং হরিয়ানার সীমানা শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থানে  বসেন কৃষকদের একাংশ। কৃষক নেতা সরওয়ান সিং  পান্ধের  লড়াইয়ের ঝাঁজ বাড়িয়েছেন।

তিনি সাফ জানিয়েছেন কেন্দ্র অনড় থাকায় এবার  কৃষকেরা ট্র্যাক্টরের বদলে পায়ে হেঁটে মিছিল করে দিল্লি যাত্রা করছেন । সীমানা এলাকায় চার বা তার বেশি জনের মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। সে ক্ষেত্রে মিছিলের অনুমতি মিলবে না বলেই মনে করা হচ্ছে।  ২১ ফেব্রুয়ারি খানাউড়ি সীমানা থেকে কৃষকেরা মিছিল করে যেতে গেলে ধুন্ধুমার বাঁধে। কৃষকদের কিছুতেই দিল্লি ঢুকতে দেওয়া হয়নি।অভিযোগ,পুলিশি কড়া বেষ্টনির মাঝে প্রতিবাদ সংগঠিত হলে  শুভাকরণ সিং  নামে এক কৃষকের মৃত্যু হয়।এবার কৃষকরা কোমর বেঁধে নামছে,যাতে জীবনের ঝুঁকি নিয়েও দাবি আদায় করে আনা যায়।তাই রাজধানী দিল্লিতে এখন সাজো সাজো রব।

Related Articles