নৃশংস ঘটনার নজির মহারাষ্ট্রে, ৯ বছরের শিশুকে অপহরণ করে খুন
Example of brutal incident in Maharashtra, 9-year-old child kidnapped and killed

The Truth Of Bengal: বাড়ি তৈরি করার পরিকল্পনা করে ৯ বছরের শিশুকে প্রথমে অপহরণ ও পরে খুন করার মত নৃশংস ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের থানেতে। ঘটনায় পুলিশ অভিযুক্ত ওই অপহরণকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। পাশাপাশি অপহরণকারীর ভাই ও এই ঘটনায় যুক্ত থাকায় পুলিশ তাকেও গ্রেফতার করেছে।
বাড়ি তৈরি করার জন্য প্রথমে অপহরণ ও পরে খুনের ঘটনা ঘটল মহারাষ্ট্রে। এই হাড়হিম করা কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। জানা গেছে বাড়ি তৈরি করার জন্য লাগবে প্রচুর অর্থ। কিন্তু বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় অর্থ নিজের কাছে না থাকায় অপহরণের মত এক কাণ্ড ঘটিয়ে বসে মহারাষ্ট্রের থানের বদলাপুরের গোরেগাঁও গ্রামের বাসিন্দা সলমন। পুলিশ সূত্রে জানা গেছে সলমন ওই এলাকার দর্জি ছিল। তার অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিলনা। তাই বাড়ি বানাতে যে বিপুল অর্থ খরচা হয় সেই অর্থ দিয়ে বাড়ি বানানোর সামর্থ্য ছিলনা সলমনের। জানা গেছে ইবাদ নামের এক ৯ বছরের শিশু যখন মসজিদ থেকে নামাজ সেরে বাড়ি ফিরছিল সেই সময় পরিকল্পনা করে অপহরণ করা হয় ইবাদকে। ৯ বছরের ওই শিশুকে ভরে রাখে বস্তার ভিতর। বেলা গড়িয়ে সন্ধ্যে হয়ে যাওয়ার পরও যখন ছেলে ঘরে ফেরেনি তখন ইবাদের পরিবার ইবাদকে খুঁজতে শুরু করে ।
এই সময় ইবাদের বাবার কাছে একাধিক নম্বর থেকে ফোন আসে মুক্তিপণের দাবিতে । এই পরিস্থিতিতে ইবাদের পরিবার খবর দেয় পুলিশে। পুলিশ মুক্তিপণের দাবিতে আসা ফোনের সিম কার্ডের লোকেশন ধাওয়া করে তদন্ত শুরু করে। এরপরেই পুলিশের তৎপরতায় পরিত্যক্ত বাড়ির পিছন থেকে উদ্ধার হয় বস্তা ভরা ইবাদের মৃতদেহ। ঘটনায় পুলিশ অপহরণকারী সলমন কে গ্রেফতার করেছে। পাশাপাশি সলমনের ভাইও এই ঘটনায় যুক্ত থাকায় তাকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বাড়ি তৈরি করার জন্য ২৩ লক্ষ টাকার প্রয়োজন ছিল সলমনের। সেই কারণেই এমন শিউরে ওঠার মত কাণ্ড ঘটিয়েছে দুই ভাইয়ে।