৭০ বছরের বেশি বয়সী প্রত্যেকেই পাবেন স্বাস্থ্য বীমা: কেন্দ্র
Everyone above 70 will get health insurance: Centre

Truth Of Bengal: Saif Khan: ৭০ বছরের বেশি বয়সী প্রত্যেকে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় আসবেন, জানাল কেন্দ্র সরকার।
Cabinet nod to health coverage to all senior citizens of 70 yrs and above irrespective of income under Ayushman Bharat PM Jan Arogya Yojana
— Press Trust of India (@PTI_News) September 11, 2024
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। “এটি একটি খুব বড় সিদ্ধান্ত,” মন্ত্রিসভার বৈঠকের পরে বলেন কেন্দ্রীয় মন্ত্রী। এই সিদ্ধান্তের মধ্যে একটি মহান চিন্তাধারা রয়েছে। প্রবীণরা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন এবং এটি দেশের প্রায় ৪.৫ কোটি পরিবারকে অন্তর্ভুক্ত করবে। এদের মধ্যে প্রবীণ নাগরিকের সংখ্যা প্রায় ৬ কোটি।
এই বর্ধিত কভারেজের লক্ষ্য হল প্রবীণ নাগরিকদের জন্য সার্বজনীন স্বাস্থ্য কভারেজ প্রদান করা, স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা এবং ভারত জুড়ে বয়স্ক এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য আর্থিক বোঝার মোকাবিলা করা। এই পদক্ষেপটি লক্ষ লক্ষ পরিবারকে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে। এই বীমার আওতায় থাকা আর্থিক ভাবে দুর্বল ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে উচ্চ ব্যয়ের চাপ ছাড়াই প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ করে দেবে এই প্রকল্প।