অতি ভারী পাথরও দিব্যি জলে ভাসে, কোথায় আছে ভাসমান পাথর ?
Even very heavy stones float in water, where are floating stones?

The Truth Of Bengal, Mou Basu: পাথর অত্যন্ত ভারী বস্তু। তাই পাথরের টুকরো জলে ফেললেই টুপ করে জলে ডুবে যায়। কিন্তু যদি বলি পাথরও জলের ওপর ভাসতে পারে, তা বিস্ময়কর।এই আজব ভাসমান পাথর ভারতের একটিমাত্র জায়গা, তামিলনাড়ুর রামেশ্বরমে গেলে দেখা যায়। অতিকায় এবং অতি ভারী পাথরও যে এভাবে জলে ভাসতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।
রামেশ্বরে গেলে দেখতে পাওয়া যায় এই পাথর সাজানো রয়েছে। এ পাথর জলে ডোবে না। ঠেলে জলের মধ্যে ঢুকিয়ে দিলেও তা ভেসে ওঠে। অনেকেই রামেশ্বরের এই পাথরের পাশে অন্য পাথর জলে ফেলে পরীক্ষা করে দেখেন সেটা ডুবছে কিনা। অন্য পাথর কিন্তু নিমেষে ডুবে যায় জলে। কিন্তু এই ভাসমান পাথর তার চেয়ে অনেক বড় হয়েও ভাসতে থাকে।
বৈজ্ঞানিক ভাবে এই পাথরকে বলা হয় পিউমিস স্টোন। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে সৃষ্টি হয় এই পাথরের। এরমধ্যে বাতাসের কণা পাওয়া যায়। রামায়ণে সমুদ্র পার করতে লঙ্কা পর্যন্ত সমুদ্রে পাথর ফেলে রাস্তা তৈরির উল্লেখ যে পাওয়া যায় অর্থাৎ যে রাম সেতুর কথা জানতে পারা যায়, তার সঙ্গে এই পাথরের সংযোগ রয়েছে বলেই বিশ্বাস। বলা হয় শ্রীলঙ্কাতেও এমন পাথরের দেখা মেলে। রামেশ্বর থেকে শ্রীলঙ্কা খুব দূরে নয়।