
The Truth of Bengal: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একাধিক তলব করেছে এনফোর্শমেন্ট ডিরেক্টরেট। ইডির সেই তলব নিয়েই দিন কয়েক আগেই মুখ খুলতে শোনা গিয়েছিল আপকে। তলবকে রাজনৈতিক উদেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছিল তাদের তরফ থেকে।
জানানো হয়েছিল হাজিরা সংক্রান্ত এই মামলা আপাতত আদালতে বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে। সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইডির সমন বেআইনি বলে দাবী করা হয়েছিল। শুধুমাত্র আফই নয় ইডির এই একাধিকবার সমন নিয়ে একাধিকবার মুখ খোলেন আপ সুপ্রিমো অবরিন্দ কেজরিওয়াল। তিনি জানান, রাজনৈতিক স্বার্থে এই সমন। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় প্রথমবার কেজরিওয়ালকে ইডি সমন পাঠিয়েছিল ২ নভেম্বর।
প্রথম সমন এড়ানোর পর তাঁকে দ্বিতীয় সমন পাঠানো হয়েছিল ২২ ডিসেম্বর। তার পর থেকে একাধিকবার সমন গেছে তাঁর কাছে। শেষ ষষ্ঠবারের জন্য তাঁর কাছে ইডির সমন যায় ১৪ ফেব্রুয়ারী। সেই হাজিরা এড়ানোর পর এবার ২২ফেব্রুয়ারী ইডি সমন পাঠালো আপ সুপ্রিমোকে। সমনে আগামী ২২ ফেব্রুয়ারী ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয় তাঁকে। এনিয়ে সপ্তমবার কেজরিওয়ালের বিরুদ্ধে সমন জারি করল ইডি।