দেশ
Trending

ফের ভূমিকম্প!কেঁপে উঠল দেশের কোন অংশ ?

Earthquake again! Which part of the country shook?

The Truth Of Bengal : আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ফের ভূমিকম্প । রবিবার সাতসকালে ভুকম্পন অনুভূত হয় ।  রিখটার স্কেলে মাত্র ছিল ৪.৩। ন্যাশনাল সেন্টার ফর সিস্মলজি তথ্য মতাবেক আন্দামান সাগরের ১৩৭ কিলোমিটার গভীরে ভূকম্পনে কেন্দ্রস্থল ছিল। এর আগে ১৩ ই মার্চ চ আন্দামানে ভূমিকম্প হয়েছিল। ভূকম্পনের মাত্রা ছিল ৪.২।বারবার কেঁপে উঠছে ভারতের নানা অংশ।বিধ্বংসী কিছু হতে পারে এই আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে দেশের মানুষকে।এরমাঝেই রবিবার ভূমিকম্প হয় কাশ্মীরের কারগিলে। রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৪।

ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির তথ্য বলছে,এই ভূমিকম্প অনুভূত হয় শনিবার রাত প্রায় ১১টায়।এর আগেও এই লাদাখে ভূমিকম্প অনুভূত হয়। ২৫ ফেব্রুয়ারি লাদাখে যে ভূকম্পন অনুভূত হয়,রিকটার স্কেলে তার মাত্রা ছিল- ৩। শুধু কাশ্মীরই নয়। শুক্রবার সন্ধ্যায় ভূমিকম্প হয়  অসমসহ উত্তর পূর্বের বিস্তীর্ণ এলাকায়। কম্পনের তীব্রতা ছিল ৫.৫। কম্পন টের পাওয়া যায় অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও অসমেও। মাঝারি মাত্রার এই ভূমিকম্পে পার্বত্য এলাকায় কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কেঁপে উঠেছিল উত্তর ভারতের একাংশ। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল হিমাচল প্রদেশ।তাই দেশের নানা অংশে ভূমিকম্পের এই ধাক্কা জনজীবনে আতঙ্ক ছড়াচ্ছে। ভূতত্ববিদরা মনে করছেন, যত্রতত্র নির্মাণও সবুজ ধ্বংসের জন্য এই ভূমিকম্পের সম্ভাবনা বাড়ছে।

Free Access