কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দীপাবলির উপহার, বাড়তে চলেছে মহার্ঘ ভাতা
Diwali gift for central government employees, dearness allowance to increase

Truth Of Bengal: Saif Khan: দীপাবলির প্রাক্কালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর নিয়ে আসল মোদি সরকার। বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) ৩ শতাংশ বৃদ্ধি করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে, ডিএ-এর মোট হার বেড়ে ৫৩ শতাংশে পৌঁছেছে, যা এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীর জন্য একটি বড় সহায়তা।
এই সিদ্ধান্তের ফলে এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন। সরকারি নিয়ম অনুযায়ী, প্রতি বছর দুইবার মহার্ঘ ভাতা বাড়ানো হয়, যা ১ জানুয়ারি এবং ১ জুলাই কার্যকর হয়। সর্বশেষ জানুয়ারি মাসে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির মাধ্যমে ডিএ-এর হার ৫০ শতাংশে পৌঁছেছিল।
জানুয়ারি মাসের বৃদ্ধির পর, বর্তমান ৩ শতাংশ বৃদ্ধির ফলে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এখন ৫৩ শতাংশ। যদিও গত জুলাই মাসে এই ডিএ বৃদ্ধির কথা ছিল, তবে কয়েক মাস দেরিতে এটি ঘোষণা করা হয়েছে। তবে, এই বৃদ্ধির সঙ্গে সরকারি কর্মী ও পেনশনভোগীরা অতিরিক্ত ‘এরিয়ার’ বা বকেয়া পাবেন।
উদাহরণস্বরূপ, যদি কোনও সরকারি কর্মীর বেসিক পে ১৮,০০০ টাকা হয়, তবে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে প্রতি মাসে ৫৪০ টাকা বাড়তি পাবেন, যা বছরে ৬,৪৮০ টাকায় দাঁড়াবে। একইভাবে, ২৫,০০০ টাকার বেসিক পে থাকলে মাসে ৭৫০ টাকা এবং বছরে ৯,০০০ টাকা অতিরিক্ত পাবেন কর্মীরা।
সরকারের এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দীপাবলির আনন্দ দ্বিগুণ করে দেবে, এবং তাদের আর্থিক অবস্থার উন্নতিতে সহায়ক হবে।