দেশ

ফের চিকিৎসককে ধর্ষণ! দিল্লিতে গ্রেফতার সেনা অফিসার ছদ্মবেশী যুবক

অভিযুক্তের নাম আরভ মালিক, পেশায় একটি অনলাইন সংস্থার ডেলিভারি বয়।

Truth Of Bengal: ধর্ষণের অভিযোগে হাতে নাম লিখে চিকিৎসকের আত্মহত্যায় সাড়া পড়ে গিয়েছে গোটা দেশে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রাজধানীতে চিকিৎসককে ধর্ষণের অভিযোগ। দিল্লির সফদরজং হাসপাতালের ২৭ বছর বয়সি এক মহিলা চিকিৎসককে সেনা অফিসার সেজে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম আরভ মালিক, পেশায় একটি অনলাইন সংস্থার ডেলিভারি বয়।

অভিযোগ, ইনস্টাগ্রামে ওই চিকিৎসকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে সে। নিজেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদমর্যাদার অফিসার বলে পরিচয় দেয় আরভ। সোশ্যাল মিডিয়ায় সেনার পোশাক পরে একাধিক ছবি পাঠিয়ে চিকিৎসকের আস্থা অর্জন করে অভিযুক্ত। ধীরে ধীরে হোয়াটসঅ্যাপে কথোপকথন শুরু হয় দু’জনের মধ্যে।আরভ চিকিৎসককে জানায়, সে নাকি জম্মু ও কাশ্মীরে কর্মরত এবং কিছুদিনের জন্য দিল্লিতে আসছে।

চলতি মাসের শুরুতে অভিযুক্ত চিকিৎসকের মসজিদ মোথ এলাকার বাড়িতে যায়। অভিযোগ, ওই দিনই খাবারের সঙ্গে নেশাজাতীয় পদার্থ মিশিয়ে চিকিৎসককে অচেতন করে ধর্ষণ করে আরভ। জ্ঞান ফেরার পর পুরো ঘটনাটি বুঝতে পেরে ১৬ অক্টোবর সফদরজং এনক্লেভ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা চিকিৎসক। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ছত্তরপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। জেরায় আরভ স্বীকার করেছে, দিল্লি ক্যান্টনমেন্টের এক দোকান থেকে সেনার পোশাক কিনেছিল সে, যাতে নিজেকে আসল সেনা অফিসার হিসেবে প্রমাণ করতে পারে।পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তের মোবাইল ও অন্যান্য ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

উল্লেখ্য, সম্প্রতি মহারাষ্ট্রে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আত্মহত্যা করেছিলেন এক মহিলা চিকিৎসক। মৃত্যুর আগে নিজের হাতে লিখেছিলেন সুইসাইড নোট।  এই ঘটনায় মূল অভিযুক্ত সাব-ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় সাড়া পড়ে গিয়েছে গোটা দেশে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, ফের দিল্লিতে চিকিৎসকের ওপর নৃশংস যৌন নির্যাতনের ঘটনা দেশজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়েছে।

Related Articles