দেশ

হাইকোর্টে আবেদন খারিজ কেজরির,সুপ্রিমকোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী

Delhi Chief Minister before the Supreme Court

The Truth of Bengal: ২০২১-২২-এর আবগারি দুর্নীতি মামলায় জেলে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।২১ মার্চ গ্রেফতার করা তাঁকে।  তাঁর গ্রেফতারি বেআইনি এই অভিযোগ করে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় উচ্চতর আদালত।তাই এবার সুপ্রিমকোর্ট আবেদন করলেন তিনি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিসন বেঞ্চে জরুরি শুনানির ব্যবস্থা রয়েছে।

প্রসঙ্গতঃ ইডি অভিযোগ করছে,বেআইনি আবগারি কারবারে গোপনে কালো টাকা নিয়েছেন কেজরিওয়াল।সেই অর্থ গোয়ার নির্বাচনে তিনি কাজে লাগিয়েছেন। প্রত্যক্ষভাবে সেই বেআইনি কারবারে কেজরিওয়াল যুক্ত বলেও দাবি ইডির।অন্যদিকে আম আদমি পার্টির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপূরণের জন্য কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে। ভোটের আগে রাজনৈতিক স্বার্থে সিবিআই-ইডিও এনআইএ-কে কাজে লাগিয়ে বিরোধীদের ময়দান থেকে সরিয়ে দেওয়ার ছক কষা হচ্ছে বলেও সরব বিরোধী শিবির।তাই গ্রেফতারি ঘিরে রাজনৈতিক বিতর্কের মতোই আইনি লড়াইও জমে উঠেছে।

 

Related Articles