দেশ

দানামাঝির স্মৃতি মহারাষ্ট্রে, হাসপাতাল থেকে মৃত সন্তান কাঁধে বাড়ি ফিরলেন দম্পতি

Danamazhi's Smriti In Maharashtra, a couple returned home from the hospital with their dead child on their shoulders

Truth Of Bengal : সোশ্যাল মিডিয়ায় রোজ কোন না কোন ভিডিও কিংবা ছবি ভাইরাল হচ্ছে। নেটিজেনরা কখনো সচেতনতামূলক ভিডিও আবার কখনো ন্যক্কারজনক কোন ভিডিওর সম্মুখীন হচ্ছেন। এবার এক ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, গদচিরোলি জেলার আহেলী তালুকের একদম প্রতি কাদামাটির মধ্য দিয়ে কাঁধে দুটি শিশুর মৃতদেহ বহন করে এগিয়ে চলেছেন। দুই ভাই বোনের অর্থাৎ ওই দম্পতির দুই সন্তানের জ্বর এসেছিল। কিন্তু সময়মত তাদের চিকিৎসা হয়নি।

এমতাবস্থায় দু’ঘণ্টার মধ্যে তাদের দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে কিছুক্ষণের মধ্যেই তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল থেকে মৃতদেহটি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্স পরিষেবা ছিল না। তাই অগত্যা মা- বাবা তাদের দুই সন্তানের মৃতদেহ কাঁধে বহন করেন। এরপর কাদার মধ্য দিয়ে হেঁটে পথ খুঁজতে খুঁজতে তারা অবশেষে ১৫ কিমি দূরে অবস্থিত আহেরী তালুকের পট্টিগাঁও পৌঁছে যান।

গদচিরোলি জেলার স্বাস্থ্য ব্যবস্থার বাস্তব রূপটি আজ প্রকাশ্যে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফোড়নবীস হলেন এই জেলার গৃহমন্ত্রী। এই এলাকাটি মহাজোটের ক্যাবিনেট মন্ত্রী ধর্ম রাও বাবা আক্রমের নির্বাচনী এলাকা। যিনি হেলিকপ্টারে করে বিধানসভা কেন্দ্র দখল করেছিলেন। তিনি এই অঞ্চলের সমস্যা গুলি সমাধান করতে ব্যর্থ হয়েছেন।

Related Articles