দেশ

চলন্ত ট্রেনের কাপলিং ছিঁড়ে বিপত্তি, প্রশ্ন চিহ্নের মুখে রেলের নিরাপত্তা

Coupling of a moving train breaks hazard

Truth of Bengal: দুর্ঘটনার কবলে মগধ এক্সপ্রেস। চলন্ত অবস্থায় কাপলিং ছিঁড়ে আলাদা হয়ে পড়ে একাধিক বগি। নয়া দিল্লি থেকে বিহারগামী মগধ এক্সপ্রেসের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। জানা যাচ্ছে বিহারের ইসলামপুর যাচ্ছিল ট্রেনটি। তুরিগঞ্জ ও রঘুনাথপুর স্টেশনের মাঝেই ছিঁড়ে যায় ট্রেনের কাপলিং।

ফলে ইঞ্জিনের সঙ্গে আঠকে থাকা বেশকিছু বগিই আলাদা হয়ে যায়। বিহারের বক্সারে সকাল ১১ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। সাথে সাথেই হুলুস্থুল পড়ে যায় ওই ট্রেনযাত্রীদের মধ্যে। রেলসূত্রে খবর, ঘটনায় হতাহতের কোনও খবর নেই। পূর্ব-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, মগধ এক্সপ্রেসের কাপলিং ছিঁড়ে যাওয়ার খবর পাওয়া মাত্রই রেলের বিশেষজ্ঞ টিম ও ইঞ্জিনিয়ররা পৌছন ঘটনাস্থলে।

ট্রেনটিতে দ্রুত মেরামতির কাজ সম্পন্ন করে তারা আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা করার ব্যবস্থা করেন। এই এই ঘটনা ঘটল কীভাবে, তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছুই জানা যায় নি। গোটা বিষয়টাই খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক।

Related Articles