
The Truth of Bengal: সাংসদদের ওয়েবসাইট লগইন করতে পারবেন না আপ্ত সহায়ক সহ অন্য কেউই। মহুয়া মৈত্র বিতর্কের পর এবার এই সিদ্ধান্ত সংসদের সচিবালয়ের। সংসদের সচিবালয় জানিয়ে দিয়েছে ওয়েবসাইট লগইন করার অধিকার একমাত্র সাংসদেরই থাকবে।সাংসদদের আপ্তসহায়ক বা অথরাইজড পার্সন তা লগইন করতে পারবেন না। সংসদের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সিংহভাগ সাংসদ। উল্লেখ্য, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র প্রশ্ন তুলেছিলেন, কোন সাংসদ তার লগইন পাসওয়ার্ড কাউকে দিতে পারবেন না সংসদের তরফে কোথাও এমন কোন নিয়ম নেই। তৃণমূল কংগ্রেসের দাবি মহুয়া মৈত্র যে প্রশ্ন তুলেছিল তা যে সঠিক ছিল তা সংসদের সচিবালয়ের এই সিদ্ধান্ত থেকেই প্রমাণিত।
আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এই শীতকালীন অধিবেশনের জন্য প্রশ্নপত্র এমনকি সাংসদদের টি এ বিল বা সংসদীয় কোন নোটিশও অনলাইনে সাবমিট করতে পারবেন না সাংসদরা। সংসদের সচিবালয়ের নির্দেশের পর পরই সাংসদদের আপ্তসহায়করা আর লগইন করতে পারছেন না। তাদেরকে ব্লক করে দেওয়া হয়েছে।মহুয়া মৈত্রের ঘটনার পর থেকেই সংসদের সচিবালয় এই সতর্কতা নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। সংসদের সচিবালয়ের এ ধরনের সিদ্ধান্তের পর তৃণমূল জানিয়েছে বিজেপির ঘৃণ্য রাজনীতি ধরা পড়ে গিয়েছে।
মহুয়া মৈত্রকে বিপাকে ফেলতে গিয়ে বিজেপি বিপদে পড়ে গিয়েছে। আর তাই সংসদের সচিবালয়কে দিয়ে নিয়ম বদলাতে হচ্ছে। সাংসদদের ওয়েবসাইট লগইন সম্পর্কিত সংসদের সচিবালয়ের কাছে নির্দিষ্ট কোন গাইডলাইন নেই। হঠাৎ করে এতদিন ধরে চলে আসা একটি পদ্ধতি বদল হওয়ায় শীতকালীন অধিবেশনের আগে যথেষ্টই সমস্যার মুখে পড়ছেন অনেক সাংসদ। শীতকালীন অধিবেশনের জন্য কিভাবে তারা প্রশ্ন সাবমিট করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। আপাতত সাংসদদের হার্ড কপি বিল নোটিশ জমা করতে হবে। যা অনেক বেশি সময় সাপেক্ষে বলে মনে করছেন সাংসদদের বড় অংশ।
Free Access