সমৃদ্ধ লাদাখ গড়ার লক্ষ্যে নয়া ঘোষণা কেন্দ্রের; পাঁচটি জেলায় বিভক্ত হলো লাদাখ
Center's new declaration aimed at building a prosperous Ladakh; Ladakh is divided into five districts

Truth Of Bengal: উন্নত এবং সমৃদ্ধ লাদাখ গড়ার পরিকল্পনা নিয়ে এবার লাদাখকে পাঁচটি নতুন জেলায় ভাগ করা হলো কেন্দ্রীয় সরকারের তরফে। নতুন জেলা গুলির নাম হলো যথাক্রমে জানস্কার, দ্রাস, শাম, নুবরা এবং চাংথাং । কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পাঁচটি জেলায় ভাগ করে জেলাগুলির নাম সামাজিক মাধ্যমিক ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
সোমবার নতুন পাঁচটি জেলার নাম ঘোষণা করে অমিত শাহ জানিয়েছেন, লাদাখের প্রশাসন পরিচালনার দায়িত্বে রয়েছে তাঁরই মন্ত্রক। ঘরে ঘরে আরো উন্নত পরিষেবা যাতে সহজেই পৌঁছাতে পারে সেজন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এতদিন লাদাখে দুইটি জেলা ছিল। এবার এই কেন্দ্রশাসিত অঞ্চলটিকে পাঁচটি জেলায় ভাগ করা হলো।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ” উন্নত এবং সমৃদ্ধ লাদাখ গড়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুসরণ করছেন, তার প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক লাদাখকে পাঁচটি জেলায় ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে। জানস্কার, দ্রাস, শাম, নুবরা এবং চাংথাং নামের পাঁচটি জেলা লাদাখের মানুষের কাছে সরকারি পরিষেবা আরও ভাল ভাবে এবং আরও দ্রুত পৌঁছে দেবে। লাদাখের মানুষের জন্য অসংখ্য সুযোগ তৈরি করতে বদ্ধ পরিকর মোদী সরকার।’’
২০১৯ সালে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল। তারপর থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরিচালনায় ছিল এই অঞ্চলটি। এবার পাঁচটি জেলায় বিভক্ত হলো লাদাখ। প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের কাছে সমস্ত সরকারি পরিষেবা আরও দ্রুত এবং ভালোভাবে পৌঁছে দেওয়া যাবে বলে আশাবাদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।