কানাডার রাষ্ট্রদূতকে ৫ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ বিদেশমন্ত্রকের, কানাডা-ভারত সম্পর্ক তলানিতে
India Canada Tension

The Truth of Bengal: খালিস্তান ইস্যুতে কানাডার বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল ভারত। মঙ্গলবার সকালেই কানাডার এক রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়। বলা হয়েছে, একজন সিনিয়র রাষ্ট্রদূতকে আগামী পাঁচ দিনের মধ্যে ভারত ছাড়তে হবে। আর এতেই দুদেশর সম্পর্কে ফের একবার চিড় ধরা শুরু হল।
সম্পর্কে ফাটল ধরেছিল, জি ২০ সামিটে। খালিস্তানইস্যুতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে কড়া বার্তা দিয়েছিলেন। তারপর থেকেই ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি থেকে পিঠু হটে কানাডা। এদিকে, ভারতের বিরুদ্ধে নতুন করে গুরুতর অভিযোগও আনেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর দাবি, গত জুন মাসে খালিস্তানি জঙ্গি হরদীপ সি নিজ্জর কানাডায় একটি ধর্মীয়স্থলের সামনেই খুন হন। সেই হত্যাকাণ্ডে হাত রয়েছে ভারতীয় এজেন্টের। এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে বিদেশমন্ত্রক।
ট্রুডোর এই অভিযোগ আসার পরেই, কানাডার রাষ্ট্রদূত ক্যামেরন ম্যেকেইকে ডেকে পাঠায় বিদেশমন্ত্রক। তাঁকে বলা হয়েছে, একজন প্রবীণ রাষ্ট্রদূতকে পাঁচ দিনের মধ্যে ভারত ছাড়তে হবে। তাঁর বিরুদ্ধে ভারত বিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে।
বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, হরদীপের হত্যাকাণ্ড নিয়ে. যে অভিযোগ তোলা হয়েছে, এটি খালিস্তানি জঙ্গিদের উপর থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা চালাচ্ছে কানাডা। তারাই এই জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং ভারতের সার্বভৌমত্ব ও সীমানাকে চ্যালেঞ্জ করছে। এদিনেক কানাডার মাটিকে ব্যবহার করে, যে সমস্ত জঙ্গিরা কর্মকাণ্ড চালাচ্ছে, তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না কানাডা সরকার।