ভাকরা খালে পড়ল যাত্রী বোঝাই বাস, হরিয়ানার দুর্ঘটনায় মৃত ২, নিখোঁজ ১০
Bus carrying passengers falls into Bhakra canal, 2 dead, 10 missing in Haryana accident

Truth Of Bengal : ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল হরিয়ানায়। ভাকরা খালের সেতুর উপর থেকে নীচে পড়ে যায় যাত্রীবাহী বাস। শুক্রবার রাতের দুর্ঘটনায় চাঞ্চল্য। সর্দারেওয়ালা গ্রামের কাছে ঘটে এই ঘটনা। উদ্ধার এক কিশোর ও এক প্রৌঢ়ের দেহ। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা।
জানা যায়, একটি ছোট বাস প্রায় ১২ জন যাত্রী নিয়ে পঞ্জাবে গিয়েছিল। সেখানেই একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ওই বাসযাত্রীরা। শুক্রবার রাতেই অনুষ্ঠান থেকে আবারও ওই বাসে করেই ফিরছিলেন তারা। আচমকাই সর্দারেওয়ালা গ্রামের কাছে উপস্থিত ভাকরা খালের সেতু পেরতে গিয়েই ঘটে গেল বিপত্তি। বাসের নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন চালক। সেতুর রেলিং ভেঙে খালের জলে পড়ে যায় ওই যাত্রীবোঝাই বাস। বিপদের আশঙ্কা করেই বাস থেকে আগেভাগে ঝাপ দেন চালক। যার জেরে প্রাণে বেঁচে যান তিনি। মনে করা হয় ঘন কুয়াশা হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
অন্যদিকে বাসে উপস্থিত ১২ জনকে নিয়ে জলে পড়ে ডুবে যায় বাসটি। স্থানীয়দের তরফ থেকে জানানো হয়, আচমকাই জলের মধ্যে কিছি একটা পড়ে যাওয়ার বিকট শব্দ শুনতে পান তারা। খনিকের মধ্যেই তাদের কানে ভেসে আসে চিৎকার করে কান্নার শব্দ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয়রা। তারা দেখতে পান একটি বাস জলে ডুবতে শুরু করেছে। তৎক্ষনাৎ স্থানীয়দের তরফ থেকেই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে লপৌঁছয় পুলিশ। উপস্থিত হয় উদ্ধারকারী দলও। রাতভর তল্লাশি অভিযান জারি রাখে উদ্ধারকারী দল। উদ্ধার করা হয় দুজনের দেহ। যাদের মধ্যে একজন কিশোর ও একজন প্রৌঢ় বলেই পুলিশ সূত্রে খবর। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান জারি রাখে উদ্ধারকারী দল। তবে এই ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় বাকি ১০ জনেরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।