চেন্নাইয়ের স্কুলে বোমাতঙ্ক! ইমেল-এ বিস্ফোরণের হুমকি, তদন্তে পুলিশ
Bomb attack in Chennai school! Email blast threat, police investigating

The Truth Of Bengal: চেন্নাইয়ের একাধিক স্কুলে বোমা আতঙ্ক। ইমেল করে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। ইতিমধ্যেই স্কুল গুলিকে বন্ধ রাখা হয়েছে। বাড়ানো হয়েছে সতর্কতা।
চেন্নাইয়ের একাধিক স্কুলে বোমা আতঙ্ক। অন্তত ১৩-১৪ টি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি। ইমেলে হুমকি মেইল পেতেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে স্কুল। তবে কি কারণে এই হুমকি তা এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত চিহ্নিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। কেন চেন্নাইয়ের একাধিক স্কুলে এই হুমকি মেইল পাঠানো হয়েছে কি উদ্দেশ্য তা জানতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি সতর্কতাও বাড়ানো হয়েছে। আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া প্রশাসনের তরফ থেকে। এছাড়াও পুলিশ জানিয়েছে, গ্রেটার চেন্নাই সিটি পুলিশ ও বম্ব ডিজপোজাল অ্যান্ড ডিটেকশন স্কোয়াডের দল পাঠানো হয়েছে ওই স্কুলগুলিতে। এদিকে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ার পর দ্রুত স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়। অভিভাবকদের বলা হয় পড়ুয়ারা যেন বাড়িতেই থাকে।
এই ঘটনায় চেন্নাইয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রেম আনন্দ সিনহা জানিয়েছেন, ”আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এর পেছনে কে বা কারা রয়েছে তা খুঁজে বের করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার চেষ্টা করা হচ্ছে বলেই জানান তিনি। এছড়াও যে মেল পাঠানো হয়েছে সেই মেল গুলি ভুয়োও হতে পারে বলে বলে উল্লেখ করেন আনন্দ সিনহা। তবে কোন ভাবেই যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন সবরকম ব্যবস্থা নিচ্ছে।