দেশ
Trending

ভাষা বিতর্কের জেরে ত্রিপুরায় অবরোধ

Blockade in Tripura over language dispute

The Truth Of Bengal : পরীক্ষায় রোমান হরফ চালু করার দাবিতে ত্রিপুরায় অবরোধে আদিবাসী ছাত্র সংগঠন। মূলত এই ভাষা বিতর্ক নিয়েই ত্রিপুরায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রদ্যোত কিশোর দেববর্মার মদতেই চলছে এই আন্দোলন কর্মসূচী। পূর্বঘোষিত এই কর্মসূচীর অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন উপজাতী এলাকায় সোমবার থেকেই শুরু হল এই আন্দোলন।  অবরোধ করা হল রেলপথ ও জাতীয় সড়ক।

কুমারঘাটের ফটিকরায় ডেমডুম এবং পেঁচারথল থানা সংলগ্ন স্থানেও এদিন অবরোধে সামিল হয় রাজ্যের প্রধান বিরোধী দল। পেঁচারথলে অসম-আগরতলা জাতীয় সড়কের উপর বসে শুরু হয় তাদের আন্দোলন। প্রতিটি এলাকায় বনধের মিশ্র প্রভাব পড়েছে বলে তিপ্রামাথার সভাপতি সুপর্ণা কিসার দাবি।তিনি জানান, সকাল থেকে বিভিন্ন বন্ধ সরকারী অফিস, স্তব্ধ যানবাহন চলাচলও। শুধু তাই নয়, সকাল থেকই লোকল এবং দূরপাল্লার ট্রেন চলাচলও বন্ধ। এই অবোরোধের কারণে প্রচুর পরিমানে গাড়ি আটকে পড়েছে।

অবিলম্বে তাদের এই দাবি মানা না হলে তাদের এই আন্দোলন চলবে অনির্দিষ্টকালের জন্য। তবে নির্দিষ্ট একটি জাতিগোষ্ঠীর দ্বারা সংগঠিত এই আন্দোলনের জেরে প্রায় প্রত্যেককেই ভোগান্তির শিকার হতে হয়। তবে প্রদ্যোৎ কিশোরের তরফ থেকে জানোন হয়েছে তাদের এই আন্দোলন শান্তিপূর্ণভাবেই তারা চালাচ্ছে এবং আগামী দিনেও চালাবে। তবে যে কোনও সময়ে আলোচনার জন্য তারা প্রস্তুত।

Free Access

Related Articles