দেশরাজনীতি

মরুরাজ্যে কুর্সিতে কে? রাজমাতার বদলে কি আসছে নতুন মুখ?

BJP worried about the Chief Minister of Rajasthan

The Truth of Bengal: ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী ঠিক করে ফেললেও এখনও রাজস্থানের মুখ্যমন্ত্রী ঠিক করে উঠতে পারেনি বিজেপি। ফলপ্রকাশের সাতদিন পরও এই মরুরাজ্যে অস্বস্তিতে বিজেপি। জানা যাচ্ছে, মঙ্গলবার দুপুরের পর বিজেপির পরিষদীয় দলের বৈঠক হবে। সেখানে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আলোচনা শেষে একটি নাম বেছে নেওয়া হবে।

দাবিদার অনেক থাকলেও সবাইকে চমকে দিয়ে সোমবার মধ্যপ্রদেশে অনামী বিধায়ক মোহন যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে ঠিক করা হয়। নতুন মুখ সামনে এনে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান পর্ব অতীত করে দেওয়া হয়। অন্যদিকে, ছত্তিশগড়েও নতুন মুখ বিষ্ণুদেও সাই-কে মুখ্যমন্ত্রী করে বিজেপি। মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঠিক করতে রাজ্যে আসে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। গত রবিবার ঘোষিত হয় বিষ্ণুদেও সাইয়ের নাম।

দুই রাজ্যে মুখ্যমন্ত্রী ঠিক করে ফেললেও এখনও রাজস্থানে মুখ্যমন্ত্রী ঠিক করে উঠতে পারেনি বিজেপি। প্রশ্ন উঠছে, বসুন্ধরা রাজে সিন্ধিয়ার বদলে মরুরাজ্যেও কি নতুন কোনও মুখ আনা হবে? রাজমাতা বসুন্ধরা রাজে সিন্ধিয়া মুখ্যমন্ত্রীর চেয়ার দাবি করে বসে আছেন। সেই বার্তা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে দিল্লিতে। যদিও মোদি-শাহের সঙ্গে খুব একটা মধুর সম্পর্ক নয় রাজমাতার। তাই রাজনৈতিক মহল মনে করছে, দুই রাজ্যের নজির সামনে রেখে রাজস্থানেও নতুন কাউকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানো হতে পারে।

তবে বসুন্ধরা রাজের ওপর কোপ পড়লে দলের মধ্যে বিদ্রোহ হতে পারে। যা আসন্ন লোকসভা নির্বাচনে বড় মাথাব্যথার কারন হতে পারে বিজেপির কাছে। সেই দিকটিও মাথায় রাখতে হচ্ছে বিজেপিকে। তাই সবদিক খতিয়ে দেখে আজ মঙ্গলবার চূড়ান্ত হতে পারে রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম। এখন রাজনৈতিক মহল তাকিয়ে সেদিকে।

Free Access

 

Related Articles