দেশ

লোকসভা নির্বাচনের আগেই ভাঙন বিজেপি-জেজেপি জোট!

BJP-JJP alliance broke before the Lok Sabha elections!

The Truth Of Bengal: লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক সঙ্কটে হরিয়ানা। নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে বিবাদের মাঝেই মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মনোহর লাল খট্টর। তিনি ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রের কাছে তাদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, হরিয়ানায় বিজেপি ও জেজেপি জোট করে সরকার গঠন করেছিল। সেই প্রেক্ষাপটে দাড়িয়ে লোকসভা নির্বাচনের আগেই মনোহরের পদত্যাগ অস্বস্তিতে ফেলল গেরুয়া শিবিরকে। যদিও হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠ বিজেপি।

হরিয়ানার রাজনৈতিক সমীকরণের দিকে নজর রাখলে দেখা যায়,  হরিয়ানার বর্তমান বিধায়কের সংখ্যা ৯০ । বিধানসভায় বিজেপির ৪১ জন বিধায়ক রয়েছে এনং জেজেপির রয়েছে ১০ জন বিধায়ক। সাতজন নির্দল বিধায়কের মধ্যে ৬ জনের সমর্থন রয়েছে শাসক জোটের পাশে । এদিকে প্রধান বিরোধী দল কংগ্রেসের ৩০ জন বিধায়ক এবং ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল ও হরিয়ানা লোকহিত পার্টির একটি করে আসন রয়েছে।  তবে যে কারণে বিজেপি-জেজেপি জোট ভেঙ্গে গেল তার নেপথ্য রয়েছে আসন ভাগাভাগি। সূত্রের খবর, জেজেপি ১০টি আসনের মধ্যে ৩টি আসনের দাবি জানিয়েছিল। কিন্তু, বিজেপি একটির বেশি আসন ছাড়তে নারাজ।

বিষয়টি নিয়ে সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও জেজেপি শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়। কিন্তু, তারপরেও সমাধামন সূত্র হয়নি। অবশেষে সেই বিরোধের জেরেই এদিন মনোহর লাল খট্টর মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন বলেই সূত্রের খবর। এই আবহে হরিয়ানার রাজনৈতিক সমীকরণ কোন মোড় নেয় সেটা যেমন দেখার পাশাপাশি হরিয়ানার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

FREE ACCESS

Related Articles