
The Truth Of Bengal: যক্ষ্মা, টিবি’র মতো রোগ গুলি ক্রমশ উদ্বেগ বাড়িয়ে চলেছে দেশের বিভিন্ন প্রান্তে। সেখানেই অন্ধ্রপ্রদেশের 12টি জেলায় ১৬ মে থেকে ১৮ বছর এবং তার বেশি বয়সের লোকেদের জন্য তিন মাসের যক্ষ্মা বিরোধী টিকাদান অভিযান শুরু হয়েছে।
সুত্রের খবর যে ১২টি জেলার কথা বলা হয়েছিল বিপোর্ট’টিতে সেগুলি হল, আলুরি সীতারামা রাজু, আন্নামাইয়া, চিত্তুর, গুন্টুর, কৃষ্ণা, নান্দিয়াল, পালনাডু, এসপিএসআর নেলোর, শ্রী সত্য সাই, বিশাখাপত্তনম, ভিজিয়ানগরাম এবং ওয়াইএসআর কাদাপা।
টিকাকরণ প্রক্রিয়াটিকে মূলত পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। জানা গেছে বিসিজি বা the bacille Calmette-Guerin ভ্যাকসিনটি যে পাঁচটি বিভাগের ব্যক্তিদের দেওয়া হবে তাঁরা হল:
১) ইতিমধ্যেই যারা পাঁচ বছর আগে নিজেদের যক্ষ্মা রোগের চিকিত্সা শেষ করেছেন,
২) ২০২১ সাল থেকে চিকিত্সা শুরু করেছেন যেসকল টিবি রোগীরা,
৩) ডায়াবেটিস রোগী,
৪) ধূমপায়ী,
৫) ৬০ বছর বয়সী ব্যক্তি এবং তাঁর বেশি বয়সী যারা এবং যাদের বডি মাস ইনডেক্স 18 kg/m2 এর উপরে।
এদিন মেডিক্যাল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কমিশনার এস. ভেঙ্কটেশ্বর, ১৫ মে (বুধবার) এক প্রেস বিবৃতিতে বলেছেন, “তিন মাস ধরে পরিকল্পিত এই অভিযানটি জেলা টিবি প্রতিরোধ ও জেলা টিকাদান কর্মকর্তারা যৌথভাবে আয়োজন করবে। যাতে অধিদপ্তর ২০২৫ সালের মধ্যে যক্ষ্মার প্রকোপ কমানোর জন্য সমস্ত পদক্ষেপ নেবে।”