দেশ

আবার আতঙ্ক! কেঁপে উঠল বঙ্গোপসাগর, কম্পন অনুভূত হয় আন্দামান-নিকোবরে

Bay of Bengal shook, tremors felt in Andaman-Nicobar

Truth Of Bengal : রবিবার সকালে কেঁপে ওঠে  বঙ্গোপসাগর। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে , রবিবার সকাল ৯টা ১২ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয় বঙ্গোপসাগরে।   ভূমিকম্পের জেরে  অবশ্য  ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।  বঙ্গোপসাগরে ভূমিকম্পের জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কিছুটা কম্পন অনুভূত হয়।   তীব্রতা অবশ্য খুব একটা বেশি ছিল না।তবুও উপকূলীয় এলাকার বাসিন্দারা ভূমিকম্পের খবর জানার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েন। নেপাল বিপর্যয়ের পর থেকেই ভয় তাড়া করে বেড়াচ্ছে তাঁদের। উল্লেখ্য,নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৫০ছাড়িয়ে যায়।আহত হন ১৪০জনের কাছে মানুষ।বলা যায়,বঙ্গোপসাগরে ভূমিকম্পের ঘটনায় ফিরে এসেছে ২০০৪ সালের সুনামির বিভীষিকাময় স্মৃতি। তবে বঙ্গোপসাগরে ভূমিকম্প অবশ্য নতুন কোনও বিষয় নয়।

এর আগে ৮জানুয়ারি ভূমিকম্প অনুভূত হয়। বঙ্গোপসাগরের গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ১০কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের এপি সেন্টার ছিল।রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৩। তার আগে ২০২৩সালের ১১ সেপ্টেম্বর কেঁপে উঠেছিল বঙ্গোপসাগর। রিকটার স্কেলে সেসময় কম্পনের মাত্রা ছিল ৪.৪।

Related Articles