দিল্লিতে বাড়ছে মহিলাদের ওপর অপরাধ! কেজরিওয়ালের চিঠি লেফটেন্যান্ট গভর্নরকে
Arvind Kejriwal's Letter To Delhi Lt Governor

- দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
- লেফটেন্যান্ট গভর্নর
- মহিলাদের ওপর অপরাধ
The Truth of Bengal: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি লিখে দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ব্যবস্থা নিতে আবেদন জানালেন। সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে চার-চারটি খুনের ঘটনা ঘটেছে। এরপরই লেফটেন্যান্ট গভর্নরকে এই চিঠি লিখলেন কেজরিওয়াল। দিল্লিতে মহিলাদের ওপর অপরাধও উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন কেজরিওয়াল।
রাজধানী দিল্লির বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত ২৪ ঘণ্টায় চার-চারটি খুনের ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পরিস্থিতি মোকাবিলা বা দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রসঙ্গত, দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন। একইসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনাকেও চিঠি লিখেছেন কেজরিওয়াল। দিল্লিতে মহিলারা নিরাপদ নন। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুসারে, মহিলাদের প্রতি অপরাধও বাড়ছে রাজধানী দিল্লিতে। এই পরিস্থিতিতে কেজরিওয়ালের লেখা ওই চিঠির উত্তর এপর্যন্ত আসেনি বলে দিল্লি সরকার জানিয়েছে।
কেজরিওয়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও লেফটেন্যান্ট গভর্নরকে লেখা ওই চিঠিতে আরও জানিয়েছেন, পুলিশি নিরাপত্তার শৈথিল্যের ফলে রাজধানীর আবাসনগুলির বাসিন্দারা গাঁটের কড়ি খরচ করে নিরাপত্তারক্ষী রাখতে বাধ্য হচ্ছেন। কেননা দিল্লি পুলিশের ভূমিকায় পুলিশের ওপর দিল্লির বাসিন্দাদের আস্থা কমছে। চিঠিতে কেজরিওয়াল আরও জানিয়েছেন, দিল্লি পুলিশের টহলদারি বাড়ানো উচিত। যেভাবে দিল্লিতে অপরাধ বাড়ছে তার মোকাবিলা করাটা এখন জরুরি কাজ।কেজরিওয়ালের পরামর্শ, লেফটেন্যান্ট গভর্নর পুলিশ কর্তাদের নির্দেশ দিন, পরিস্থিতি মোকাবিলায় ওঁরা যাতে বিধায়ক, পুরপিতাদের সঙ্গে বৈঠকে বসেন।