কুলগামে সেনার গাড়ি উল্টে দুর্ঘটনা, মৃত ১ এবং আহত ১৩
Army vehicle overturns in Kulgam, 1 dead and 13 injured

Truth Of Bengal: রাতের অন্ধকারে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল সেনার গাড়ি। জানা যায়, গাড়িটি জম্মু ও কাশ্মীরের পাহাড়ি রাস্তায় টহল দারিতে বেড়িয়েছিল। আচমকাই গাড়িটি পাহাড়ি রাস্তায় উল্টে যায়। গাড়িতে থাকা এক জওয়ানের সাথে সাথেই মৃত্যু হয়। তবে গাড়ির ভিতরে থাকা মোট ১৩ জন গুরুতর আহত হয়েছে। ইতিমধ্যেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুলগামের ডিএইচ পোরা এলাকায় ঘটে দুর্ঘটনাটি।
আহতদের মধ্যে চার জন ছিল স্থানীয় বাসিন্দা। কুলগামের কাছে গাড়িটি উল্টে গেলে প্রথমে তা স্থানীয়দের নজরে আসে। উদ্ধারকাজে হাত লাগাই স্থানীয়রাই। উল্টে যাওয়া গাড়ি থেকে ধীরে ধীরে জওয়ানদের বাইরে বের করে আনা হয়। তারপরে চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক জন জওয়ান মারা গেলেও বাকিরা আপতত সুস্থ আছেন বলেই খবর পাওয়া গেছে। কুলগামের কাছে গাড়িদুর্ঘটনায় ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে সেনা ছাউনিতে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় গুলমার্গে সেনার একটি গাড়িতে লাগাতার হামলা চালায় জঙ্গিরা। হাত গুটিয়ে বসে ছিল না জওয়ানেরাও।সেনারপাল্টা গুলি চালায় তারাও।কিছুদিন আগেও কাশ্মীরের সোনমার্গের কাছে জঙ্গি হামলায় সাত জনের মৃত্যু হয়েছে। কাশ্মীর উপত্যকায় যে ভাবে একের পর একজঙ্গি হামলার ঘটনা ঘটেছে তাতে উদ্বিগ্ন জম্মু ও কাশ্মীরের প্রশাসন।