দেশ

ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, দু দিনে খতম মোট ১৩ জন মাওবাদী

Another big success of the security forces, a total of 13 Maoists were killed in two days

The Truth Of Bengal : আবারও পুলিশের হাতে বড় সাফল্য। নিরাপত্তা বাহিনীর হাতে দমন আরও ৩ মাওবাদী । ছত্তিশগড়ের জঙ্গলে টানা ২ দিন ধরে তল্লাশি অভিযান চালানোর পর খতম হয়েছে মোট ১৩ মাওবাদী।  মঙ্গলবার ১০ মাওবাদী ও বুধবার আরও ৩ জন মাওবাদী গুলির আঘাতে প্রাণ হারিয়েছে। চলতি বছর মাওবাদীদের বিরুদ্ধে এই তল্লাশি অভিযান সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনী।

ফের পুলিশের হাতে বড় সাফল্য। নিরাপত্তাবাহিনীর হাতে দমন হল আরও ৪ মাওবাদী। বহুদিন ধরেই ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদী দমনে অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। মঙ্গলবারও সকাল থেকে ছত্তিশগড়ের জঙ্গলে অভিযান চালিয়েছে পুলিশ। সেই অভিযানে গুলির লড়াই চলে দুই পক্ষের। সেই গুলির লড়াইয়ে খতম হয় ১০ মাওবাদী। কেবল মঙ্গলবার না বুধবার সকালেও ৩ মাওবাদীর মৃতদেহ মেলে জঙ্গল থেকে। ২ দিনে মোট ১৩ মাওবাদী দমন ছত্তিশগড়ে। এই ঘটনা ছত্তিশগড় পুলিশের সবচেয়ে বড় অভিযান বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর ছত্তিশগড়ের বিজাপুরের লেন্ড্রা গ্রামে মাওবাদী দমনে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অভিযান চালানো হয়। এই অভিযান চালায় ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেসাল টাস্ক ফোর্স, সিআরপিএফ এবং কোবরা ব্যাটেলিয়ন। নিরাপত্তা বাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে ওই এলাকায় লুকিয়ে আছে মাওবাদী নেতা পাপা। তাঁকে দমন করতেই উভয় পক্ষের মধ্যে চলে গুলির লড়াই। পুরো ৮ ঘণ্টার গুলির লড়াইয়ে মৃত্যু হয় ১০ জন মাওবাদীর। উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। পরের অর্থাৎ বুধবার ওই জায়গায় পাওয়া যায় আরও ৩ জন মাওবাদীর রক্তাক্ত মৃতদেহ। তবে তাদের মধ্যে পাপা আছে কিনা সেই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ নিরাপত্তাবাহিনী। লোকসভা ভোটের আগে মাওবাদীরা জঙ্গলে ডেরা বানিয়ে সন্ত্রাস ছড়াতে চাইছে বলে মনে করছেন অনেকেই। যাতে ভোটের আগে কোনও অশান্তি সৃষ্টি করতে না পারে সেই কারণে জায়গায় জায়গায় চালানো হচ্ছে তল্লাশি অভিযান।

 

 

 

Related Articles