দেশ

উত্তরাখণ্ডে নার্সকে ধর্ষণের পর খুন, আরজি কর নিয়ে সরব বিজেপি নেতারা এই ঘটনায় চুপ!

After rape of nurse in Uttarakhand, BJP leaders are silent on RG Kar

Truth Of Bengal: এক সপ্তাহ নিখোঁজ থাকার পর উদ্ধার নার্সের দেহ। বিজেপি শাসিত উত্তরাখণ্ডে ওই নার্সকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, উত্তরাখণ্ডে একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন ওই নার্স। কাজ সেরে বাড়ি ফিরছিলেন।

সেই সময় পথ থেকে তুলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। পরে তাঁকে খুন করা হয়। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাপে পড়েছে রাজ্যের বিজেপি সরকার। তবে বিজেপি নেতারা অন্য রাজ্যের ঘটনায় সরব হলেও উত্তরাখণ্ডের ঘটনায় চুপ। বাংলায় আরজি করের ঘটনায় প্রশাসন কড়া পদক্ষেপ করলেও ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপি। কেন্দ্রের বিজেপি নেতারাও সরব হচ্ছেন। কিন্তু, উত্তরাখণ্ডের ঘটনায় তাঁদের মুখে কোনও কথা নেই। দাবি উঠছে না কেন্দ্রের প্রতিনিধি দল পাঠানোর।

নিহত নার্সের বাড়ি গদরপুরের ইসলামনগরে। নৈনিতালের একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসাবে কাজ করতেন তিনি। তাঁর ১১ বছরের একটি মেয়ে আছে। পরিবারে তিনিই একমাত্র উপার্জনশীল ছিলেন। জানা যাচ্ছে, গত ৩০ জুলাই হাসপাতালে গিয়েছিলেন তিনি। কিন্তু সেদিন আর বাড়ি ফেরেননি। ৩১ জুলাই পরিবারের তরফে স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়।

অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। এক সপ্তাহ পর উত্তরপ্রদেশের এক জায়গায় একটি ফাঁকা জমি থেকে ওই নার্সের দেহ উদ্ধার করা হয়। পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠায়। ময়না তদন্তের রিপোর্টে জানা গিয়েছে, ওই নার্সকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ধর্মেন্দ্র নামে উত্তরপ্রদেশের বরেলির এক শ্রমিককে গ্রেফতার করেছে। ঘটনার পর ওই শ্রমিক রাজস্থানের যোধপুরে পালিয়ে গিয়েছিল। সেখান থেকে তাকে ধরা হয়।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটজে খতিয়ে দেখে সন্দেহভাজনকে চিহ্নিত করে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই নার্স রুদ্রপুরের ইন্দ্রচক থেকে একটি টেম্পো ধরেছিলেন। সেখান থেকে তাঁর সর্বশেষ গতিবিধি পর্যবেক্ষণ করে পুলিশ। দেখা যায় সেখানে ছিল অভিযুক্ত ধর্মেন্দ্র।

এই নারকীয় ঘটনা সামনে আসার পর স্বাভাবিক ভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের গাফিলতির দিকে আঙুল উঠছে। বিরোধীরা আক্রমণ করছে প্রশাসনকে। যদিও বিজেপি শাসিত উত্তরাখণ্ড প্রশাসন মুখে কুলুপ এঁটেছে। এই ঘটনায় বিজেপি নেতাদের কাউকে কিছু বলতে দেখা যাচ্ছে না। সবাই চুপ। অথচ বাংলার আরজি করের ঘটনায় বিজেপির রাজ্য ও কেন্দ্রের নেতারা প্রতিবাদে মুখর। কিন্তু, উত্তরাখণ্ডের ঘটনায় তাঁদের কারও কোনও প্রতিক্রিয়া নেই।

Related Articles