জেডিইউর পর এবার বিজেপি, বিহার ভোটের আগে দল থেকে বহিষ্কৃত ৬ নেতা
দলের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন কুমার সিং জানিয়েছেন যে তাঁরা দলবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন বলে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
Truth Of Bengal: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেলো এনডিএ। দলের ৬ নেতাকে বহিষ্কার করা হলো গেরুয়া শিবিরের তরফ থেকে। অভিযোগ, তাঁরা নাকি করেছেন দলবিরোধী কাজ। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক হইচই পড়েছে বিহার রাজনীতিতে। শাসক শিবির যে অস্বস্তিতে পড়েছে, তা বলাই বাহুল্য। বলতে গেলে, এই মুহূর্তে ব্যাপক চাপে তারা।
জানা গিয়েছে, রবিবার রাতে একটি বিবৃতি দিয়েছে বিজেপি এবং এই ব্যাপারে জানিয়েছে। তাতে বলা হয়েছে, “বিহারের বিধানসভা ভোটে এই ছয় নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দলের প্রার্থীদের বিরুদ্ধে কাজ করার। তাঁরা যে কাজ করছিলেন, তা দলবিরোধী। আমাদের তরফ থেকে প্রার্থী করা হয়নি কহলগাঁও বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক পবন যাদবকে। তিনি নির্দল হিসেবে লড়ছেন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে।” জানা গিয়েছে, বহিষ্কৃতদের তালিকায় পবন যাদবের পাশাপাশি নাম রয়েছে সানি যাদব, শ্রবণ কুশওয়াহা, উত্তম চৌধুরী, মারুতি নন্দন এবং পবন চৌধুরীর।
প্রসঙ্গত, এর আগে জেডিইউর তরফ থেকে বহিষ্কার করা হয়েছে ১১ জন নেতাকে, যাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী শৈলেশ কুমার, প্রাক্তন বিধায়ক শ্যাম বাহাদুর সিং ও সুদর্শন কুমার এবং বিধান পরিষদের প্রাক্তন সদস্য সঞ্জয় প্রসাদ এবং রণবিজয় সিং। দলের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন কুমার সিং জানিয়েছেন যে তাঁরা দলবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন বলে তাঁদের বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফার ভোট হবে নভেম্বর মাসের ৬ তারিখে এবং দ্বিতীয় দফাটি ১১ তারিখে। ভোটগণনা হবে ১৪ তারিখে।






