দেশ

স্কুটার আরোহীকে ধাক্কা মেরে পুলিশের হেফাজতে অভিযুক্ত মিহির শাহ

Accused Mihir Shah is in police custody after hitting a scooter rider

Truth Of Bengal: বেআইনি ভাবে আটক করা হয়েছে ঠিক এমনই দাবি জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হতে হল মুম্বই বিএমডব্লিউ-কাণ্ডের মূল অভিযুক্ত মিহির শাহকে। ইতিমধ্যেই তিনি মুক্তির আবেদনও জানিয়েছেন। অভিযুক্ত জানান, পুলিশ তাঁকে অবৈধ ভাবে আটক করে রেখেছেন।

জানা যাচ্ছে, অভিযুক্ত মহারাষ্ট্রের শাসক জোটের সদস্য শিন্ডেসেনার নেতা রাজেশ শাহের পুত্র। ৭ জুলাই ভোরে মুম্বইয়ের ওরলিতে বিএমডব্লিউ সেডান চালিয়ে বাড়ি ফেরার পথে মিহির একটি স্কুটারে ধাক্কা মারেন বলে অভিযোগ ওঠে। ধাক্কা মারতেই স্কুটার আরোহীটির পথেই মৃত্যু ঘটে।জানা যাচ্ছে স্কুটার আরোহীর নাম কাবেরী নাকওয়ার। কাবেরীর স্বামীও গুরুতর আহত হয়েছে বলে জানা যাচ্ছে।

ঘটনাটি যাতে অন্য দিকে না গড়াই সে জন্য পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে  মিহির  তড়িঘড়ি  পালিয়ে যায়। টানা তিন দিন অভিযুক্ত গা ঢাকা দিয়েছিলেন বলেও জানা যাচ্ছে। তবে শেষরক্ষা হল না, অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। যদিও পরে সে জামিনও পেয়ে যান।

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে অভিযুক্ত মদ্যপান করেছিলেন। দুর্ঘটনার সময়েও মত্ত অবস্থাতেই ছিলেন মিহির। তবে শুধু মিহির নয়, তাঁর বাবাও ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। যদিও পরে জামিনও পেয়ে যান। এমনকি গাড়ির চালকও রেহাই পায়নি। গ্রেফতার হয়েছে গাড়ির চালকও।