উত্তরপ্রদেশের কনৌজে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫ চিকিৎসক
5 doctors killed in horrific road accident in Uttar Pradesh's Kannauj

Truth Of Bengal: বুধবার সকাল সাড়ে তিনটা নাগাদ উত্তর প্রদেশের কনৌজ জেলার লখনউ-আগরা এক্সপ্রেসওয়ে-তে আগ্রা থেকে লখনউ যাওয়ার পথে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ৫ জন চিকিৎসক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন।
জানা গিয়েছে, একটি স্করপিও গাড়ি আগ্রা থেকে লখনউ যাচ্ছিল। গাড়িটি চালানোর সময়, চালক ঘুমিয়ে পড়েন এবং গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ডিভাইডার ভেঙে বিপরীত দিকের ট্রাকের সাথে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় সোফিয়া মেডিকেল ইউনিভার্সিটির ৫ জন চিকিৎসক নিহত হন। তারা সকলেই লখনউতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।
পুলিশ এবং উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনাটি ঘটে লখনউ-আগরা এক্সপ্রেসওয়ের কিলোমিটার নম্বর ১৯৬-এ। মৃতদের মধ্যে ড. অনিরুদ্ধ ভার্মা, ড. সন্তোষ কুমার মৌর্য, ড. অরুণ কুমার, ড. নারদেব এবং এক অজ্ঞাত ব্যক্তি রয়েছেন। একমাত্র জীবিত ব্যক্তির নাম জয়ভীর সিং, যিনি মুরাদাবাদের বাসিন্দা। তাকে চিকিৎসার জন্য স্থানীয় মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
এছাড়া, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মৃতরা সকলেই পিজি (পোস্ট গ্রাজুয়েট) কোর্সে পড়াশোনা করছিলেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, এবং চিকিৎসক সমাজও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।