দেশ
Trending

আবাস যোজনার টাকা পেতেই ঘর ছেড়ে প্রেমিকার সঙ্গে পালালেন ১১ মহিলা

11 women ran away with their lover to get housing scheme money

The Truth Of Bengal:  আবাস যোজনার টাকা পেয়ে প্রেমিকের সঙ্গে পালালেন কয়েকজন বিবাহিত মহিলা। এমন ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলায়। জানা গিয়েছে, মোট ১১ জন মহিলা ঘর-সংসার ছেড়ে পালিয়ে গিয়েছেন। জানা যাচ্ছে, উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলার ১১ জন মহিলা প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির ৪০ হাজার টাকা টাকা নিয়ে তাঁদের প্রেমিকদের সঙ্গে পালিয়েছেন। এই ঘটনা জানিয়ে ওই মহিলাদের স্বামীরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

স্বামীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সরকারের পক্ষ থেকে ওই মহিলাদের আবাস যোজনার পরবর্তী কিস্তির টাকা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনা সামনে আসার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। এখন প্রশ্ন উঠছে, আবাস যোজনার টাকা বন্ধ হয়ে গেলে পরিবার ঘর পাবে কী করে? এই বিষয়টি নিয়ে প্রশাসন এখনও কিছু জানায়নি।

সবার মাথায় ঘর দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প চালায় কেন্দ্রের সরকার। কয়েক কিস্তিতে টাকা দেওয়া হয় প্রাপকদের। বাড়ির মহিলাদের নামে এই টাকা বরাদ্দ হয়। সরাসরি অ্যাকাউন্টে আসে টাকা। অর্থাৎ, এই টাকায় স্বামীদের কোনও নিয়ন্ত্রণ থাকে না। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে এই তাঁদের অ্যাকাউন্টে টাকা দেয় সরকার। তবে যে কারণে মহিলাদের হাতে টাকা দিল কেন্দ্রের সরকার, মহিলারা সেই কাজে টাকা ব্যবহার না করে ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন। এমন অবস্থায় সরকারের কাছ থেকে ঘর পাওয়া আটকে গেল, আবার স্ত্রীও ঘর ছেড়ে পালিয়ে গেলেন। তবে এমন ঘটনা উত্তর প্রদেশে এই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে

Related Articles