করোনা টিকার সূত্র আবিষ্কার! নোবেল পেলেন দুই বিজ্ঞানী
Two Scientists won the Nobel Prize for Corona Vaccine

The Truth of Bengal: বিগত ২০২০ সাল থেকে করোনা পরিস্থিতির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছিল গোটা দেশ। এ বিপদ থেকে ধীরে ধীরে মুক্ত হয়েছে পৃথিবী। এবার করোনা ভাইরাসের টিকার প্রযুক্তি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেলেন দুই বিজ্ঞানী। এই দুই নোবেল জয়ী নাম ক্যাটালিন ক্যারিকো এবং ড্রু ওয়েইসম্যান। এমআরএনএ-র করোনার টিকার প্রযুক্তি মহামারীর আগে থেকেই পরীক্ষামূলক অবস্থায় ছিল বলে জানা যায়।
এই টিকাটি করোনা কালে কোটি কোটি মানুষের প্রাণ রক্ষা করতে সাহায্য করেছে। এমনটাও জানা যাচ্ছে যে এই ধরনের এমআরএনএ প্রযুক্তি ক্যান্সার সহ বিভিন্ন মারাত্মক রোগের টিকা আবিষ্কারের জন্য গবেষণার কাজে ব্যবহার করা হচ্ছে। ক্যারিকো এবং ড্রু ওয়েইসম্যান ১৯৯০ সালে শুরুর দিকে একসাথে কাজ শুরু করেছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ায়। মর্ডানা ও ফাইজার অথবা বায়এনটেকের করোনা টিকা এই এমআরএনএ প্রযুক্তিতেই তৈরি করা হয়েছে।
অন্যান্য সব প্রথাগত টিকা গুলি সাধারণত বিভিন্ন রোগ সৃষ্টিকারী ভাইরাস বা ব্যাকটেরিয়ার দুর্বল অংশ দিয়ে তৈরি করা হয়। কিন্তু এর একেবারে বিপরীত ধারা হল এমআরএনএ প্রযুক্তি টিকা। ক্যাটালিন ক্যারিকো এবং ড্রু ওয়েইসম্যান ২০০৫ সালে তাদের এই গবেষণার ফল প্রকাশ করেছিলেন। নোবেল কমিটির তরফ থেকে বলা হয়েছে তারা করোনার টিকার ভিত্তি প্রস্তুত করে দিয়েছেন। তার আরো বলেন করোনা পরিস্থিতিতে মানব স্বাস্থ্যের ওপর সব থেকে বড় যে খাড়া ছিল সেই সময়ে এই দুই পুরস্কার জয়ীর টিকা তৈরীর ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।
Free Access