Madhumita Sarcar: টলিপাড়ায় সানাইয়ের সুর! সরস্বতী পুজোতেই দেবমাল্যর গলায় মালা দিচ্ছেন মধুমিতা
আগামী ২৩ জানুয়ারি, সরস্বতী পুজোর পুণ্য লগ্নেই চার হাত এক হতে চলেছে এই তারকা জুটির।
Truth of Bengal: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের বিয়ে নিয়ে দীর্ঘদিনের জল্পনায় অবশেষে সিলমোহর পড়ল। আগামী ২০২৬ সালের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। অভিনেত্রী নিজেই জানিয়েছেন যে, পাত্র দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে খুব শীঘ্রই সাতপাক ঘুরবেন তিনি। আগামী ২৩ জানুয়ারি, সরস্বতী পুজোর পুণ্য লগ্নেই চার হাত এক হতে চলেছে এই তারকা জুটির।
View this post on Instagram
বিয়ের অনুষ্ঠানের জন্য উত্তর ২৪ পরগনার বারুইপুরকে বেছে নিয়েছেন অভিনেত্রী। সাজগোজের ক্ষেত্রে মধুমিতা কোনো পরীক্ষানিরীক্ষায় না গিয়ে সাবেকিয়ানা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের পিঁড়িতে তাঁকে দেখা যাবে লাল রঙের বেনারসিতে। বিয়ের মেনুতেও থাকছে খাঁটি বাঙালিয়ানা। আমন্ত্রিতদের জন্য ভোজের তালিকায় থাকছে কচি পাঁঠার মাংস থেকে শুরু করে শীতের আমেজে নলেন গুড়ের হরেক রকম মিষ্টি। বর্তমানে কাজের চাপে মধুমিতার দম ফেলার সময় নেই। একের পর এক সিনেমা ও সিরিজের শুটিং সামলাতে হচ্ছে তাঁকে। তবে এই ব্যস্ততার মাঝেই বিয়ের খুঁটিনাটি নিজেই তদারকি করছেন। সম্প্রতি কাজ আর প্রস্তুতির ফাঁকেই সেরে ফেলেছেন প্রি-ওয়েডিং ফটোশুট। বিয়ের পর মধুচন্দ্রিমার জন্য তাঁরা কোথায় যাবেন, তা নিয়ে গোপনীয়তা বজায় রাখলেও কাজের ফাঁকে ছোট একটি বিরতি যে তাঁরা নেবেন, তা নিশ্চিত।
উল্লেখ্য, ২০২৪ সালের পুজোর সময় দেবমাল্যর সঙ্গে প্রথমবার অনুরাগীদের পরিচয় করিয়ে দিয়েছিলেন মধুমিতা। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবমাল্যর সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক যে বেশ গভীর, তা তাঁদের সোশ্যাল মিডিয়ার ছবি থেকেই স্পষ্ট। গত মার্চ মাসে সিকিমের ইয়ামথাং ভ্যালিতে দোল উদযাপনের রোম্যান্টিক মুহূর্তও ভাগ করে নিয়েছিলেন তাঁরা। এখন শুধু ২৩ জানুয়ারির অপেক্ষা, যেদিন জীবনের নতুন ইনিংসে পা রাখবেন টলিপাড়ার এই মিষ্টি নায়িকা।






