Dev: নতুন বছরে বড় চমক! ৫ বছর পর পর্দায় ফিরছে এই জুটি, দেবের বড় ঘোষণা
পাঁচ বছর পর আবারও দেব-অভিজিৎ সেন-অতনু রায়চৌধুরী এই ত্রয়ী জুটি ফিরছেন দর্শকদের মন ভালো করতে।
Truth of Bengal: টালিউড সুপারস্টার দেবের ভক্তদের জন্য নতুন বছর ২০২৬ নিয়ে এল জোড়া ধামাকা। বছরের শুরুতেই অভিনেতা দিলেন এক বড় চমক। বড়পর্দায় আবারও ফিরতে চলেছে দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী রসায়ন। ব্লকবাস্টার ছবি ‘টনিক’-এর সিক্যুয়াল অর্থাৎ ‘টনিক ২’ আসার আনুষ্ঠানিক ঘোষণা করলেন অভিনেতা। ২০২১ সালের বড়দিনে মুক্তি পাওয়া ‘টনিক’ বক্স অফিসে ঝড় তুলেছিল। পাঁচ বছর পর আবারও দেব-অভিজিৎ সেন-অতনু রায়চৌধুরী এই ত্রয়ী জুটি ফিরছেন দর্শকদের মন ভালো করতে।
সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিও শেয়ার করে এই সুখবর ভাগ করে নিয়েছেন দেব। সেখানে তিনি লিখেছেন যে সকলের পছন্দের এই জুটি আবারও ফিরে আসছে সেই চেনা অনুভূতি নিয়ে। কাকা এবং ভাইপোর মিষ্টি সম্পর্কের গল্পটি যে এবার কোন নতুন মোড় নেবে, তা নিয়ে ইতিমধ্য়েই অনুরাগীদের মধ্যে কৌতূহল তুঙ্গে। যদিও ছবিটির মুক্তির নির্দিষ্ট সময় নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, তবে মনে করা হচ্ছে এটি বছরের শেষে শীতকালেই মুক্তি পেতে পারে। তবে ‘টনিক ২’ ছাড়াও ২০২৬ সালে দেবের আরও একটি বড় কাজ নিয়ে চর্চা চলছে। গত ২৫ ডিসেম্বর নিজের জন্মদিনে অভিনেতা ঘোষণা করেছিলেন তাঁর পরবর্তী বায়োপিক ‘অ্যাম্বুলেন্স দাদা’-র কথা। জলপাইগুড়ির বাসিন্দা করিমুল হকের জীবনসংগ্রাম এবার বড়পর্দায় ফুটিয়ে তুলবেন দেব। প্রত্যন্ত গ্রামে যেখানে হাসপাতাল বা অ্যাম্বুলেন্স পৌঁছানো ছিল স্বপ্ন, সেখানে নিজের বাইককেই অ্যাম্বুলেন্সে রূপান্তর করে মুমূর্ষু রোগীদের বিনামূল্যে পরিষেবা দেন করিমুল হক। এই মানবিক যোদ্ধার চরিত্রে দেবকে দেখার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা।
সব মিলিয়ে ২০২৬ সাল দেবের ক্যারিয়ারের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদিকে যেমন ‘অ্যাম্বুলেন্স দাদা’-র মতো বাস্তবধর্মী এবং প্রেরণাদায়ক চরিত্র, অন্যদিকে ‘টনিক ২’-এর মতো নিখাদ পারিবারিক বিনোদন— সব মিলিয়ে অভিনেতা তাঁর ভক্তদের নিরাশ করবেন না বলেই মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, বড়পর্দায় দেব-পরাণ জুটি আগের মতোই ম্যাজিক তৈরি করতে পারে কি না।






