ফের নক্ষত্রপতন! প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ
২৫ অক্টোবর, শনিবার দুপুর আড়াইটে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Truth Of Bengal: ফের বিনোদন দুনিয়ায় নেমে এলো দুঃসংবাদ। গোবর্ধন আসরানি এবং পীযূষ পাণ্ডের প্রয়াণের শোক কাটতে না কাটতেই শনিবার নক্ষত্রপতনের খবর মিলেছে। প্রয়াত হয়েছেন প্রখ্যাত অভিনেতা সতীশ শাহ, যিনি আপামর ভারতীয় টেলিদর্শকের কাছে ‘সারাভাই’ চরিত্রের মাধ্যমে চিরকালীন পরিচিত।
বলিউড সংবাদমাধ্যমের কাছে সতীশ শাহের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার। জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শরীরে কিডনি প্রতিস্থাপনও করা হয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে শেষরক্ষা হল না। ২৫ অক্টোবর, শনিবার দুপুর আড়াইটে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। ম্যানেজারের মতে, অভিনেতার মরদেহ আপাতত হাসপাতালেই রাখা আছে এবং রবিবার মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে।
সতীশ শাহের অভিনয় জীবন চার দশকেরও বেশি সময় ধরে চলেছে। টেলিদর্শক মহলে ‘কাছের মানুষ’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। পাশাপাশি তিনি বিভিন্ন সুপারহিট সিনেমাতেও তার দক্ষতার ছাপ রেখেছেন। ১৯৮৩ সালে কুন্দন শাহের স্যাটায়ার সিনেমা ‘জানে ভি দো ইয়ারো’তে অভিনয় করে সাড়া ফেলেছিলেন তিনি। এরপর থেকে তিনি কখনো পিছনে তাকাতে হয়নি।
তার পরবর্তী সময়ে ‘হাম সাথ-সাথ হ্যায়’, ‘ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’, ‘কভি হাঁ কভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ওম শান্তি ওম’ সহ অসংখ্য সুপারহিট সিনেমায় তাঁর অভিনয় নজর কেড়েছে। টেলিপর্দাতেও সমান জনপ্রিয়তা অর্জন করেছিলেন সতীশ শাহ। বিশেষ করে ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে ইন্দ্রবদন সারাভাই চরিত্রটি ভারতীয় টেলিদুনিয়ার ইতিহাসে একটি আইকনিক কমিক চরিত্র হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।


