Lok Sabha Election 2024 : আজ আরামবাগ ও বিষ্ণুপুরে জোড়া সভা মমতার
Lok Sabha Election 2024 : Mamata's twin meetings in Arambagh and Bishnupur today

The Truth Of Bengal : চলছে লোকসভা নির্বাচনের মরশুম। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রক্রিয়া। কিছুদিন আগেই শেষ হয়েছে চতুর্থ দফার নির্বাচন। আর এবার সামনে ২০ মে রয়েছে পঞ্চম দফায় নির্বাচন। তবে বেশ কিছু জেলায় এখনো নির্বাচন প্রক্রিয়া বাকি রয়েছে যার কারণে এখনো নির্বাচনী প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নেত্রীরা। সেই মতোই প্রত্যেক লোকসভা কেন্দ্রে একেবারে ঝাপিয়ে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস। বিজেপিকেও করা হচ্ছে তুলোধনা। বিজেপি ও সোচ্চার হচ্ছে পাল্টা প্রচারে। এই পরিস্থিতিতে যখন রাজ্য রাজনীতি একেবারেই সরগরম ঠিক সেই আবহে আজ জোড়া সভা মমতার। তাঁর প্রথম সভাটি রয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রে। এই আসনে প্রার্থী বদল করেছে তৃণমূল। বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারের বদলে প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে। এই আসন জিততে মরিয়া বিজেপিও। তাদের প্রার্থী অরূপকান্তি দীগর।
এরপর মমতার সভা রয়েছে বিষ্ণপুর লোকসভায়। সেখানে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ। ২০১৯ সালে এই আসনটি জিতেছিল বিজেপি।লোকসভা ভোটের শেষ দফায় রাজ্যের মোট ৯ কেন্দ্রে ভোট। বেশিরভাগ কেন্দ্রই হাইভোল্টেজ। ফলে শেষ দফার ভোট প্রচারে সুর আরও চড়াচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল।