দেশশিক্ষা

স্কুলে CPR প্রশিক্ষণ কি বাধ্যতামূলক? কী জানালেন সুপ্রিম কোর্ট

Cardio Pulmonary Resuscitation

The Truth of Bengal: স্কুলে CPR প্রশিক্ষণ বাধ্যতামূলক করার আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এটা শিক্ষা নীতির বিষয়। কোনও স্কুল CPR বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন প্রশিক্ষণ সিলেবাসে অন্তর্ভুক্ত করতেই পারে। তবে তা বাধ্যতামূলক করতে হবে এই নির্দেশিকা জারি করতে পারে না আদালত। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

রাঁচির এক বাসিন্দা এই দাবি তুলে মামলা দায়ের করেছিলেন। মামলায় বলা হয়েছিল, কোভিড পরবর্তীকালে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। তাই CPR প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হলে তা অনেক প্রাণ বাঁচাতে সাহায্য করবে।

শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেন, “এমন বহু বিষয় রয়েছে, যা পড়ুয়াদের শেখা উচিত। তাই বলে আদালত সেই সব কিছু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিতে পারে না।”

তিন বিচারপতির বেঞ্চের বক্তব্য, “শিশুদের পরিবেশ সম্পর্কে শেখা উচিত। সৌভ্রাতৃত্ব সম্পর্কে শেখা উচিত। কার্ডিওপালমোনারি রিসাসিটেশন সম্পর্কেও শিখতে হবে শিশুদের।”

তা বলে আদালত তা বাধ্যতামূলক করতে এমন নির্দেশিকা জারি করতে পারে না। কেননা সেটা শিক্ষা নীতির বিষয়। তাই পাঠ্যবইতে অর্ন্তভূক্ত করার সিদ্ধান্ত একমাত্র সরকারই নেবে।

Related Articles