আজ থেকে আবার মানুষের দুয়ারে সরকার
From today, the government is at the people's doorstep again

Truth Of Bengal: আগে যে পরিষেবা পেতে মানুষের কালঘাম ছুটে যেত, বাড়ির সামনেই অল্প সময়ের মধ্যেই সেই পরিষেবা পেয়ে যাচ্ছে রাজ্যবাসী। এতে সময় যেমন বাঁচছে, তেমনই অর্থ ব্যয়ও কমছে। জনগণের সুবিধার্থে বিভিন্ন প্রকল্পের কাজ একত্রিত করে উপহার দিচ্ছে রাজ্য সরকার। অসুস্থ যে সব মানুষ দুয়ারে শিবিরে আসতে পারেন না, তাদের বাড়ি পৌঁছে গিয়ে পরিষেবা দিয়ে আসছেন সরকারি আধিকারিকরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকার শিবিরকে আজ ধন্য ধন্য করছে রাজ্যবাসী। আজ থেকে আবার শুরু দুয়ারে সরকার। খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, তপশিলি বন্ধু, জয় জোহার, লক্ষ্মীর ভাণ্ডার-সহ ৩৭টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প থেকে। প্রথম দফায় আবেদন গ্রহণ করা হবে। ২৪ জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে দুয়ারে সরকার ক্যাম্পে।
এরপর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত উপভোক্তাদের পরিষেবা প্রদান কার্যক্রম। দুয়ারে সরকারকে কেন্দ্র করে নবান্ন থেকে প্রতিটা জেলা প্রশাসনের জন্য জারি করা হয়েছে নির্দিষ্ট গাইডলাইন। প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে রাজ্য সরকারই বিভিন্ন প্রকল্পের সুবিধা সহজেই পেতে পারে তার জন্য প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। বিষয়টিকে মাথায় রেখেই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে গাইডলাইন জারি করা হয়েছে।
২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পরিবর্তন ঘটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে রাজ্যের আমজনতার অর্থনৈতিক এবং জীবনধারণের মান বৃদ্ধি পায়। সেই প্রকল্পগুলি মানুষের কাছে আরও বেশি করে নিয়ে যেতে ২০২০ সালের পয়লা ডিসেম্বর মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রথম দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়। এবারেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
অত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে যাবে সরকারি পরিষেবা। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে মানুষকে সরকারের কাছে যেতে হবে না। প্রয়োজন মেটাতে সরকারই আসবে মানুষের কাছে। মেটাবে সমস্ত অভাব-আভিযোগ। সরকারি যাবতীয় পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে কয়েক বছর ধরে চলছে দুয়ারে সরকার কর্মসূচি।