টাকার বদলে মিলবে সোনা! দেশে চালু হল অভিনব ‘গোল্ড এটিএম’
Gold instead of money! Innovative 'Gold ATM' launched in the country

Truth Of Bengal: এখন থেকে নগদ টাকা ছাড়াও, এটিএমে বোতাম টিপলে পাওয়া যাবে খাঁটি সোনা। ভারতের কর্নাটকের দক্ষিণাঞ্চলে চালু হয়েছে এই ‘গোল্ড এটিএম’। ‘তুমকুর মার্চেন্টস ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি’ (TMCC) এই সোনালি এটিএম স্থাপন করেছে, যার নাম ‘টিএমসিসি গোল্ডসিক্কা’।
এই এটিএম থেকে গ্রাহকরা ২৪ ক্যারেটের খাঁটি সোনার কয়েন পেতে পারবেন, যার ওজন হবে ০.৫, ১, ২, ৫ এবং ১০ গ্রাম। বাজারের চলতি দাম অনুযায়ী সোনা কেনা যাবে। এই এটিএমের উদ্বোধনে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর এবং সংস্থার চেয়ারম্যান জয়কুমার উপস্থিত ছিলেন। মানুষের ঘরে ঘরে খাঁটি সোনা পৌঁছানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গোল্ড কয়েন এটিএম লিমিটেড এবং TMCC একসাথে এই প্রকল্প বাস্তবায়ন করেছে।
এই এটিএমের মাধ্যমে সহজে সোনা কেনা যাবে, এবং কোনো বাড়তি খরচ নেই। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কিউ আর কোড দিয়ে পেমেন্ট করা যাবে। শীঘ্রই রুপোর জন্যও একই ধরনের এটিএম চালু হবে। ভবিষ্যতে, এই পদ্ধতিতে ছোট গয়নাও এটিএমের মাধ্যমে পাওয়া যাবে।
ভারতীয়রা প্রাচীন কাল থেকে সোনাকে বিনিয়োগের একটি প্রধান মাধ্যম হিসেবে দেখে আসছেন। বিনিয়োগের অন্যান্য বিকল্প থাকা সত্ত্বেও, সোনার প্রতি আকর্ষণ কমেনি। ডিজিটাল গোল্ড এবং ‘সোভেরেজন গোল্ড বন্ড’ চালু হওয়ার পর, এখন ‘গোল্ড এটিএম’ সরাসরি ২৪ ক্যারেট সোনায় বিনিয়োগের এক নতুন উপায় হিসেবে উঠে এসেছে।