এখনো জল থই থই মালদা, ফ্ল্যাড সেন্টারই ঠিকানা বন্যাদুর্গতদের
Malda, the flood center is still the address of the flood victims

Truth Of Bengal: মালদা: পুজোর আগে এখনো দুই পৌরসভার কয়েকশো বাড়ি জলমগ্ন। কারো বাড়ির বারান্দায় জল, তো কারো আবার ঘরের ভেতর এক কোমর জল, আবার কোথাও বাড়ির ছাদ বরাবর বইছে মহানন্দা। জলমগ্ন ইংলিশ বাজার পৌরসভা এবং পুরাতন মালদা পৌরসভার ৭ টি ওয়ার্ডের কয়েকশো বাড়ি।
জানা গেছে, ইংলিশ বাজার পৌরসভার ৮ নম্বর, ৯ নয় নম্বর, ১২ নম্বর এবং ১৩ নম্বর ওয়ার্ডের শতাধিক পরিবার মহানন্দা চরে বসবাস করে। প্রতিবছর মহানন্দার জলস্তর বাড়াই জলমগ্ন পরিস্থিতি সৃষ্টি হয়। এই বছরও তার কোন ব্যতিক্রম হয়নি। একেবারে ছাদ বরাবর বইছে মহানন্দার জল। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছে ফ্ল্যাড সেন্টার। উদ্বোধন হয়নি, তাও এই পরিস্থিতিতে সেখানে রাখা হচ্ছে বানভাসীদের।
অন্যদিকে একই ছবি পুরাতন মালদা পৌরসভার আট, নয় এবং কুড়ি নম্বর ওয়ার্ডের। এই তিন ওয়ার্ডের শতাধিক বাড়ি জলমগ্ন। বানভাসীদের বক্তব্য, এখনো তারা বাড়ি ঘর ছাড়েনি। স্কুলে পরীক্ষা চলাই তাদের থাকার ব্যবস্থা এখনো হয়নি। এদিকে আজ মহানন্দায় স্পিড বোর্ডে চেপে মহানন্দার দুই পাড়ে থাকা জলমগ্ন বাড়িঘর গুলি পরিদর্শন করেন জেলা প্রশাসনের কর্তারা। আজকের মধ্যেই বানভাসিদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। সেদিন জেলাশাসক নীতিন সিংহানিয়া, ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন।