স্বাস্থ্য ভবন থেকে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিলেন জুনিয়র ডাক্তাররা
Junior doctors left for Kalighat from health building

Truth Of Bengal, Barsa Sahoo : চলছে বৃষ্টি। তার মধ্যে বাসে উঠলেন আন্দোলনকারীরা। স্বাস্থ্যভবন থেকে কালীঘাটের উদ্দেশ্য বাস ছাড়ল আন্দোলনকারীদের। স্লোগান দেওয়া হচ্ছে, ‘বিচার চাই’।
আন্দোলনকারীরা বলেন, ‘‘এখনই ওখানে গিয়ে কথা বলতে চাই। আমরা কোনও ভাবেই দ্বিতীয় পরিবহ আন্দোলন হতে দেব না। আমরা আমাদের দাবি প্রতিষ্ঠিত করব। আমাদের মাথায় হাত বুলিয়ে, ভয় দেখিয়ে বোঝানো যাবে না। সুপ্রিম কোর্টের কাছে যেটা প্রমাণ করতে চাইছেন, আমাদের জন্য আলোচনা হচ্ছে না। আমরা দেখতে চাই। আমরা যে ভাবে নবান্নে ৩০-৩৫ জনের দল গিয়েছিলাম, সকলে যাব।’’
আন্দোলনকারীরা বলেন, ‘‘আমাদের দাবি ন্যায্য। সে জন্য তিনি এসেছিলেন। যে কোনও জায়গায় আমরা আলোচনায় প্রস্তুত। ভেবেছিলাম প্রশাসনিক জায়গায় ডাক আসবে, কিন্তু অদ্ভুত ভাবে কালীঘাটে ডাক এল। মুখ্যমন্ত্রী বাড়িতে। তিনি হয়তো ভাবছেন, আমরা যাব না। কিন্তু আমরা যাব। সদিচ্ছা রয়েছে বলেই যাব।’’