ফের হাসপাতালে গণধর্ষণের চেষ্টা! সম্মান বাঁচাতে যৌনাঙ্গ কেটে নিল নার্স
Attempt to rape the hospital again! The nurse cut the genitalia to save her dignity

Truth Of Bengal: কলকাতা আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংস ভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়েছে গোটা দেশ। এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন আমজনতা থেকে সব মহল। এরপর থেকেই হাসপাতালে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে সব মহলে। এই ঘটনার বিচার চলছে দেশের শীর্ষ আদালতে। তারই মাঝে দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণ এবং মহিলা চিকিৎসকদের ওপর নির্যাতনের খবর সামনে এসেছে।
এবার খবরের শিরোনামে বিহার! জানা গিয়েছে বিহারে একটি বেসরকারি হাসপাতালে সিসিটিভি বন্ধ এক নার্সকে গনধর্ষণের চেষ্টা। নিজেকে বাঁচানোর লড়াইয়ে ব্লেড দিয়ে এক ডাক্তারের পুরুষাঙ্গ কেটে দেন ওই নার্স। ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুরের মুসরিঘরারারি থানা এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ওই নির্যাতিতা নার্স।তখন তার ওপর মদ্যপ অবস্থায় চড়াও হয় হাসপাতালের এক ডাক্তার ও তার দুই সহকারী। অভিযুক্তরা ধর্ষণের চেষ্টা নিজেকে রাক্ষার স্বার্থে গোপনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করেন মহিলা। তারপরে কোন রকমে ঘটনাস্থলে পালিয়ে বাইরে এসে পুলিশকে ফোন করে ওই নির্যাতিতা। ঘটনাস্থলে পুলিশ এসে নির্যাতিতা নার্সকে উদ্ধার করে। অভিযুক্ত ডাক্তার সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
যে ব্লেড দিয়ে অভিযুক্তকে আঘাত করে নির্যাতিতা সেটিকেও উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিছে পুলিশ।এই ঘটনায় সমস্তিপুরের এসডিপিও সঞ্জয়কুমার পাণ্ডে বলেন, “নির্যাতিতা পুলিশে অভিযোগ জানিয়েছেন, এক ডাক্তার ও তাঁর দুই সহকারি মদ্যপ অবস্থায় ধর্ষণের চেষ্টা করেন। মহিলা ওই ডাক্তারের গোপনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে পুলিশে ফোন করেন। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি অভিযুক্তরা ঘটনাস্থলের সিসিটিভি বন্ধ করে দিয়েছিল।”