আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন জয় শাহ
Jai Shah has been elected as the new chairman of ICC

Truth Of Bengal: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি।
BCCI Secretary Jay Shah has been elected unopposed as the next Independent Chair of the International Cricket Council (ICC). He will assume this role on December 1, 2024: ICC pic.twitter.com/W3ca8MMAYw
— ANI (@ANI) August 27, 2024
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন জয় শাহ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে এই দায়িত্ব পেলেন তিনি। একদা বিসিসিআই-এর সেক্রেটারি, জয় শাহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নব নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন।
গ্রেগ বার্কলে, যিনি ২০২০ সালের নভেম্বর থেকে আইসিসির চেয়ারম্যান পদ সামলাচ্ছিলেন এবার তৃতীয় বাড়ে তার মেয়াদ আর বাড়ানো হয়নি। বলা ভালো আর দায়িত্বে থাকতে চাননি তিনি নিজেই। ২৭ আগস্ট শেষ হয় মনোনয়ন প্রক্রিয়া। চেয়ারম্যান পদের দৌড়ে শুরু থেকেই এগিয়ে ছিলেন জয় শাহ। আর এবার তাতেই পড়ল সিলমোহর।
নতুন চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন বিসিসিআই-এর প্রাক্তন সচিব। জয় শাহ আইসিসি বোর্ডের পক্ষ থেকে সবথেকে বেশি ভোটের সমর্থন পেয়েছেন। ১৬ জন সদস্যের মধ্যে ১৫ জনের সমর্থন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগে চারজন ভারতীয় আইসিসি বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছিলেন। তারা হলেন জগমোহন ডালমিয়া, শরদ পওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর। এবার সেই তালিকায় যোগ দিলেন জয় শাহ। চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম দিন থেকেই নতুন দায়িত্ব নেবেন তিনি।