দেশ

দেওয়ানি বিধি মানছে না মুসলিম পার্সোনাল ল বোর্ড

Muslim Personal Law Board does not follow civil rules

The Truth of Bengal: অভিন্ন দেওয়ানি বিধিকে বাল্যতা দেয় না অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। স্পষ্ট করে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে তারা। শরীয়াতে আইনের সঙ্গে কোন মতে আপোষ করতে নারাজ এ আই এম পি এল বি। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী অভিন্ন দেওয়ানি বিধি চালুর যে আহ্বান জানিয়েছিলেন তাকে বিরোধিতা করা হচ্ছে।

ভারতের মুসলিমদের নিজস্ব ল অনুযায়ী ধর্ম অনুশীলনের যে অধিকার রয়েছে তা তাদের কাছে প্রাপ্য। মুসলিমেরা শরীয়াতি আইন থেকে সরে আসবেন না বলে একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে ভাষণের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন সংবিধান নির্মাতাদের স্বপ্ন ছিল ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধির।

যে আইন ধর্মের ভিত্তিতে দেশকে বিভাজিত করে, যে আইন উচ্চ বর্ণ, নিম্ন বর্ণের মধ্যে বিভেদ তৈরি করে, আধুনিক সমাজে সেই আইনের কোনও জায়গা নেই। প্রধানমন্ত্রী আরো বলেন ,আমরা একটা সাম্প্রদায়িক দেওয়ানি বিধিতে ৭৫ বছর কাটিয়েছি। এবার একটা ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধির প্রয়োজন রয়েছে।‌ তবেই মানুষের মধ্যে বিভেদ কমবে।