অসমে যৌথ অভিযানে উদ্ধার ১২০কোটি টাকার ড্রাগ,গ্রেফতার ৪ পাচারকারী
Drugs worth 120 crore rupees recovered in joint operation in Assam, 4 traffickers arrested

The Truth of Bengal : পুলিশের চোখে ধূলো দেওয়ার জন্য ট্রাকের ওপরে থাকতো নানা পণ্য। আর ট্রাকের ভিতরে গোপন চেম্বার। সেখানেই সযত্নে রাখা থাকতো ড্রাগ। ৩লক্ষ ৫০হাজারের কাছে ইয়াবা ট্যাবলেটস,১.৩কেজি হেরোইন থরথরে সাজানো ছিল ১০০-র কাছে সাবান রাখার জায়গায়। বাংলাদেশ সীমান্তের করিমগঞ্জ ও কাছার জেলায় অসম পুলিশও স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালিয়ে এই ড্রাগ পাচারের কিনারা করে।যার অর্থমূল্য প্রায় ১২০কোটি টাকা।
এই বিষয়ে অসম পুলিশের তরফে আরও জানানো হয়েছে,সন্দেহভাজন ড্রাগ পাচারকারী ৪জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা হল নইমুল হক, ফুজাইল আহমেদ, আতিকুর রহমান, জগজিত দেববর্মন। অসম পুলিশের আইজি পার্থসারথী মহোন্ত জানিয়েছেন, শুধু করিমগঞ্জ জেলা থেকেই ১১৫কোটি টাকার ড্রাগ। এছাড়াও কাছার জেলা থেকে ১৮হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার। যার মূল্য প্রায় ৫.৫ কোটি টাকা বলেও পুলিশ সূত্রে তৈরি হয়েছে।
গত আড়াই বছরে সেখানে উদ্ধার এবং বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর ড্রাগস এবং অন্যান্য মাদক।যার পরিমাণ প্রায় ১৮০০ কোটি টাকা।বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রায়শই এই ড্রাগ পাচারের প্রবণতা বেড়েছে। বেআইনি মাদকের রমরমা বেড়ে যাওয়ায় হিমন্ত বিশ্বশর্মা সরকারের অস্বস্তি বাড়ছে।কেন এই ড্রাগ পাচারের ঝোঁক কমানো যাচ্ছে না সেই প্রশ্ন তুলছেন অনেকে।এরআগে একাধিকবার অভিযান চালিয়েছে অসম প্রশাসন।বিশেষ করে সীমান্ত এলাকায় নাকা তল্লাশি,গাড়ি আটকের মতো পদক্ষেপ নিচ্ছে যৌথ বাহিনী।যারজন্য বেশ কয়েকবার ধরা পড়ে পাচারকারীরা।আগামীদিনে অসমের মতো রাজ্যে ড্রাগ পাচার শূন্যে নামিয়ে এনে বিজেপি সরকার তার লক্ষ্যপূরণ করতে পারে কিনা সেটাই বড় চ্যালেঞ্জ বলা যায়।