
The Truth Of Bengal: অসমের গুয়াহাটিতে প্রবল বৃষ্টির পর শহরের অনেক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। শহরের প্রায় সব রাস্তায় জলে তলিয়ে গেছে। টানা বৃষ্টির কারণে কয়েক ঘণ্টা যানজটে আটকে পড়ে মানুষ। জল জমার কারণে সড়কে অনেক যানবাহন চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্ডারপাসে জল জমে যাওয়ায় আম জনতাকে চরম সমস্যায় পড়তে হচ্ছে। সোমবার আসম সরকার গুয়াহাটিতে বন্যার জন্য মেঘালয় থেকে আসা জলকেই দায়ী করেছে। আসমের মুখ্যমন্ত্রীর তরফে টুইটারে পোস্ট করা হয়েছে, মেঘালয়ের চারপাশের পাহাড়ে রেকর্ড বৃষ্টিপাতের ফলে গুয়াহাটির কিছু অংশে আকস্মিক বন্যা হয়েছে।
সোমবার ৯০ মিনিটের মধ্যে খানপাড়ায় ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলেও জানানো হয়। এই বর্ষার মরসুমে শহরে প্রাপ্ত মোট বৃষ্টিপাতের প্রায় ২০-২৫ %। এছাড়া আসমের মন্ত্রী অশোক সিংহল গুয়াহাটিতে ভয়াবহ বন্যার জন্য প্রতিবেশী রাজ্য মেঘালয় থেকে আসা জলকেই দায়ী করেছেন। জানা গিয়েছে , চিড়িয়াখানা রোড, জিএস রোড, নবীন নগর, গণেশগুড়ি, দিসপুর সহ বহু এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গিয়েছে । খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার সব অফিস স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। মুষলধারে বৃষ্টির পর শহর বন্যা পরিস্থিতির সাথে লড়াই করছে বলে শিক্ষার্থী এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।