রাজ্যের খবর

হাওড়া-বর্ধমান মেন লাইনে ধস

Collapse on Howrah-Burdwan main line

The Truth Of Bengal,হুগলি, রাকেশ চক্রবর্তী: আপ লাইনের কাছে মাটি ধসে যায়।স্থানীয়রা জানান মাটির ধসে রেল লাইনের পাশে পরে থাকা স্লিপার নীচে গরিয়ে যায়।লাইনের পাশে রয়েছে পুকুর।

অতি ভারী বৃষ্টি হলে ক্ষতি হতে পারে রেল লাইনের আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। চুঁচুড়া স্টেশন ঢোকার আগে হোম সিগন্যালের কাছে দূন এক্সপ্রেস দাঁড় করিয়ে দেওয়া হয়।মেন্টেনেন্সের কর্মিরা ফিট সার্টিফিকেট দেওয়ার পর ট্রেন ছেড়ে যায়।৯.৪৫ থেকে ১০.১৭ পর্যন্ত দাঁড়িয়ে ছিল ট্রেনটি।

ওই সময় থার্ড লাইন দিয়ে কোনো ট্রেন চলেনি।রিভার্স লাইন দিয়ে চালানো হয়।পরে আবার থার্ড লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।শুক্রবার সকালেও হুল এক্সপ্রেস কিছুক্ষন দাঁড়িয়ে থাকে চন্দননগরে। বৃষ্টির মধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। আপাতত আপ ট্রেন ওই এলাকা থেকে ধীরগতিতে পাস করানো হচ্ছে ট্রেন।

Related Articles