ক্লাসের মধ্যে সহপাঠীকে ছুরি দিয়ে আক্রমণ,গ্রেফতার ক্লাস নাইনের পড়ুয়া আটক!
Class IX student arrested for attacking classmate with knife in class

The Truth of Bengal: বিদেশের মতোই এদেশেও পড়ুয়াদের মধ্যে হিংসার প্রবণতা বাড়ছে। সেই ঘটনা উত্তরপ্রদেশ,দিল্লি সহ নানা জায়গায় দেখা গেছে। এবার সেই শিউরে ওঠা ঘটনা প্রকাশ্যে এল। দেখা গেল, ক্লাসরুমের মধ্যে ছুরি নিয়ে ঢোকে এক পড়ুয়া। তারপর সহপাঠীর সঙ্গে কথা কাটাকাটির সময় সে সোজা ছুরি বসিয়ে দেয় বন্ধুর ওপর। উড়িষ্যার গঞ্জাম জেলার রঘুনাথ হাইস্কুলের পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এখনও ১৪বছরের পড়ুয়া হাসপাতালে ভর্তি রয়েছে।এমকেজিজি মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন ক্লাস নাইনের পড়ুয়া। তার অবস্থা স্থিতিশাল। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। প্রতাপপুর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। যেসময় পড়ুয়া ক্লাসে ঢোকে সেসময় ক্লাসে কোনও শিক্ষক ছিলেন না বলে জানা গেছে।
কেন আচমকা এই আক্রমণের পথে গেল কিশোর ? তাদের কী পুরনো শত্রুতা ছিল ? নাকি অন্যকোনও কারণ রয়েছে,সবটাই পুলিশ তদন্তের আওতায় রয়েছে। মনোবিদরা বলছেন,এখন কিশোর-কিশোরীরা অসহিষ্ণু হয়ে পড়ছে ।অনেকেই প্রশ্ন তুলছে, তাহলে কী অল্পবয়সীরা বেপরোয়া হয়ে পড়ছে ? চাওয়া-পাওয়ার প্রত্যাশাপূরণ না হওয়ার জন্যই কী মারমুখী মনোভাব কাজ করছে ?